“মাইগভের মাধ্যমে বস্ত্র ও পাট ব্যবসায়ীরা এখন সরকারি অফিসে না গিয়েও ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায় সেবা নিতে পারবেন। স্মার্ট বাংলাদেশে সেবা মিলবে কম সময়ে, কম খরচে আর কম যাতায়াতে।”
“আটটা আইআইজি একটা টাওয়ারে থাকবে, কিংবা ২৫টা আইএসপি একটা টাওয়ারে গিয়া বইসা থাকবে, দুইটা আইসিএক্স এক জায়গায় হবে, এটা কল্পনার বাইরে,” বলছিলেন মোস্তাফা জব্বার।