ওপেনএআই এবং চ্যাটজিপিটি নিয়ে চীন কোনো বিধিনিষেধ না দিলেও চীনের মূল ভূখণ্ড ও হংকংসহ বেশ কিছু অঞ্চলে গ্রাহকদের সেবাদান স্থগিত রেখেছে কোম্পানিটি।
Published : 17 Jun 2023, 08:52 PM
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মাইক্রোসফটসহ অন্যান্য মার্কিন কোম্পনিকে তার দেশে এআই নিয়ে আসতে স্বাগত জানিয়েছেন। মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের চলতি চীন সফরে তার সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শুক্রবারের এই বৈঠকটিতে প্রেসিডেন্ট জিনপিং বেইজিংয়ে মাইক্রোসফটের ব্যবসায়িক বিকাশ নিয়ে আলাপ করেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিশ্ব স্বাস্থ্যসেবা, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু সংকট নিরসনের মতো জনহিতকর কাজে আরও বেশি সময় দেওয়ার উদ্দেশ্যে ২০২০ সালে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান কোম্পানিটির এই সহপ্রতিষ্ঠাতা।
এআই নিয়ে জিনপিং ও গেটসের মধ্যের আলোচনার উল্লেখ ছিলো না চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিংবা চীন সফর নিয়ে গেটসের শুক্রবারের পোস্টেও।
রয়টার্সের পক্ষ থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শুক্রবারের পোস্টটিকেই নির্দেশ করে।
চীন সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় তথ্য কাউন্সিল কার্যালয় এবং মাইক্রোসফট কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে জিনপিং চীনের অর্থনৈতিক উন্নয়নে এআই ব্যবহারের সুযোগ কাজে লাগানোর কথা বললেও প্রযুক্তিটির ঝুঁকি নিয়ে সতর্কতা প্রকাশ করে জেনারেটিভ এআই নিয়ন্ত্রণে দেশটির নতুন আইন তৈরির কথা বলেছেন।
গত এক দশকের মধ্যে চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে তিনি বৈঠক করলেন গেটসের সঙ্গে।
একদিকে চীনের এআই অগ্রগতি ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র বেশকিছু রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্যদিকে চীন সরকার তার দেশে ব্যবসায়িক মধ্যস্থতাকারীদের ধরপাকড় শুরু করার পাশাপাশি চীনে মার্কিন চিপ কোম্পানি মাইক্রনের বিক্রি স্থগিত করে সংবাদ শিরোনামে উঠে এসেছে।
মাইক্রোসফট সমর্থিত ওপেনএআইয়ের চ্যাটজিপিটি গতবছর বাজারে আসার পর থেকে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে, যে ঢেউ পৌঁছেছে চীনেও।
চীন সরকারের পক্ষ থেকে ওপেনএআই এবং চ্যাটজিপিটি নিয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও ওপেনএআই চীনের মূল ভূখণ্ড ও হংকংসহ বেশ কিছু দেশ গ্রাহকদের সেবাদান স্থগিত রেখেছে।
চীনে গত ৩০ বছর ধরে কার্যক্রম চালানো মাইক্রোসফটের সেখানে বড় একটি গবেষণাকেন্দ্র রয়েছে। চীনের ‘গ্রেট ফায়ারওয়ালের’ মধ্যে থেকে প্রবেশযোগ্য একমাত্র বিদেশী সার্চ ইঞ্জিন হিসাবে মাইক্রোসফটের বিং সেখানে কাজ করছে এবং সেটিতেও চীনের দৃষ্টিতে স্পর্শকাতর বিষয়গুলো সেন্সর করা আছে।
গত কয়েক বছরে চীন ইন্টারনেট খাতে নিয়ন্ত্রণ বাড়ালে বিপাকে পড়ে যায় এই শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
২০২১ সালে চীনে মাইক্রোসফট মালিকানাধীন সামাজিক নেটওয়ার্কিং মাধ্যম লিংকডইন বন্ধ করে দিয়ে বিশেষভাবে কর্মসংস্থানকে লক্ষ্যরেখে একটি লাইট সংস্করণ চালু রাখে কোম্পানিটি।
এরপর গত মে মাসে মাইক্রোসফট ওই লাইট সংস্করণটিও বন্ধ করে দেওয়ার কথা বলে। তবে, চীনে তাদের উপস্থিতি বজায় রাখার কথাও বলেছে মাইক্রোসফট।