হুয়াওয়ে বা চীনের কোনও গ্রাহকের জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া নির্দিষ্ট উন্নত মডেলের চিপ তৈরি করতে পারবে না টিএসএমসি।
Published : 09 Apr 2025, 08:56 PM
মার্কিন তদন্তে একশ কোটি ডলারের জরিমানার মুখে পড়তে পারে তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি।
হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর প্রসেসরের ভেতরে একটি টিএমএসসি’র চিপ ব্যবহারের ঘটনা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের সঙ্গে নিষ্পত্তির জন্য একশ কোটি ডলার বা আরও বেশি জরিমানা গুনতে হতে পারে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিকে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বলছেন, চীনভিত্তিক কোম্পানি সোফগো’র জন্য বিশ্বের চিপ তৈরি করছে কি না তা তদন্ত করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্বে চুক্তিভিত্তিক সবচেয়ে বড় চিপ নির্মাতা কোম্পানিটি এটি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স প্রতিবেদনে লিখেছে, টিএসএমসি’র তৈরি চিপটি আরেক চীনা কোম্পানি হুয়াওয়ের হাই এন্ড ‘অ্যাসসেন্ড ৯১০বি এআই’ নামের প্রসেসরে পাওয়া চিপের সঙ্গে মিলে যায়।
এআই চিপ তৈরির প্রতিযোগিতায় নেমেছে হুয়াওয়ে, যার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভাঙা ও গোপন বাণিজ্য চুরির অভিযোগ রয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের। মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি পণ্য গ্রহণে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত ‘র্যান্ড কর্পোরেশন’-এর ‘টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড পলিসি সেন্টার’-এর গবেষক লেনার্ট হেইম বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৩০ লাখ চিপ তৈরি করেছে টিএসএমসি, যা সোফগো’র চিপের নকশার সঙ্গে মেলে এবং সম্ভবত হুয়াওয়ের সঙ্গেও মিলে যায়। তিনি মূলত এআই চিপ তৈরিতে বিভিন্ন চীনা কোম্পানির ওপর নজর রাখছেন।
টিএসএমসি’র চিপ তৈরির বিভিন্ন টুলে মার্কিন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির অধীনে রয়েছে তাইওয়ানে কোম্পানিটির বিভিন্ন কারখানা। যে কারণে হুয়াওয়ের জন্য চিপ তৈরি করতে বা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া চীনের কোনও গ্রাহকের জন্য নির্দিষ্ট উন্নত চিপ তৈরি করতে পারবে না তারা।
হেইম বলেছেন, এআই অ্যাপের জন্য তৈরি নকশার উপর ভিত্তি করে চীনা কোনও কোম্পানির জন্য চিপ তৈরি করা উচিত হয়নি টিএসএমসির, বিশেষ করে হুয়াওয়ের মতো কোম্পানির কাছে, যেখানে চিপের নকশা চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
হোয়াইট হাউস টিএসএমসির সঙ্গে কীভাবে এগোবে বা কবে নাগাদ বিষয়টির সমাধান হবে তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা বলছেন, রপ্তানি আইন লঙ্ঘনের জন্য টিএসএমসি’র বিরুদ্ধে মোটা অংকের জরিমানা চাওয়ার পরিকল্পনা করছেন তারা।
এদিকে, রয়টার্সের প্রকাশ করা ওিই তথ্যের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
টিএসএমসি’র মুখপাত্র নিনা কাও এক বিবৃতিতে বলেছেন, তাদের কোম্পানি আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হুয়াওয়ে’কে কোনও চিপ সরবরাহ করেনি টিএসএমসি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতাও করছে তারা।
তবে এ সব বিষয়ে টিএসএমসি’র বিরুদ্ধে প্রকাশ্যে কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।