গত বছর গড়ে ২০ লাখ এআইনির্ভর সাইবার আক্রমণ ট্র্যাক করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৫৪ শতাংশের জন্য দায়ী ‘বাইটস্পাইডার’ ওয়েব ক্রলার টুল।
Published : 16 Apr 2025, 01:59 PM
ইন্টারনেটে সব ধরনের ডেটা স্থানান্তরের মধ্যে বেশিরভাগই এখন এআই বট-এর তৈরি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
সাইবার সিকিউরিটি কোম্পানি ‘ইমপারভা’র বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সকল ওয়েব ট্রাফিকের ৫১ শতাংশের জন্য দায়ী স্বয়ংক্রিয় ও এআইচালিত বিভিন্ন বট।
২০১৩ সালে কোম্পানিটি ট্র্যাকিং শুরু করার পর থেকে ইন্টারনেট ওয়েব ট্রাফিকে ‘খারাপ বট’ এখন সর্বোচ্চ স্তরে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গবেষকরা বলছেন, ওয়েব ব্যবহারকারীদের জন্য নতুন সাইবার হুমকি তৈরি করেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনাইয়ের মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের উত্থান।
‘থ্যালেস সাইবার সিকিউরিটি প্রোডাক্টস’-এর অ্যাপ নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপক টিম চ্যাং বলেছেন, “এআইচালিত বট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি বিশ্বজুড়ে ব্যবসার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
“সব ধরনের ওয়েব কার্যকলাপের অর্ধেকেরও বেশি দখল করে আছে স্বয়ংক্রিয় বট অ্যাকাউন্ট। ফলে বিভিন্ন কোম্পানির খারাপ বটের ঝুঁকির মুখে পড়ার বিষয়টি প্রতিনিয়ত আরও বেড়ে যাচ্ছে।”
স্প্যামিং প্রচারণা চালানোর জন্য বা ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ বা ডিডিওএস সাইবার আক্রমণ চালাতেও ব্যবহার করা যেতে পারে এসব এআই টুল, যা ভুয়া ট্রাফিকের মাধ্যমে বিভিন্ন সাইটকে অফলাইনে নিয়ে যাবে।
২০২৫ সালের ইমপারভা’র ‘ব্যাড বট রিপোর্ট’ অনুসারে, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা শিল্প খাতের মধ্যে রয়েছে আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা ও ই-বাণিজ্য।
গত বছর প্রতিদিন গড়ে ২০ লাখ এআইনির্ভর সাইবার আক্রমণ ট্র্যাক করেছে কোম্পানিটি, যার মধ্যে ৫৪ শতাংশ সাইবার হামলার জন্য দায়ী ‘বাইটস্পাইডার’ ওয়েব ক্রলার টুল। এটি তৈরির পেছনে আছে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স।
ইমপারভা-এর প্রতিবেদনে বলছে, “সহজে পাওয়া যায় এমন এআই টুলের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে সাইবার আক্রমণকারীদের চ্যালেঞ্জ অনেক কমে গেছে। ফলে ব্যাপকহারে ক্ষতিকর বট তৈরি ও পাঠাতে পারছে তারা।
“জেনারেটিভ এআই বটের বিকাশ সহজ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্বয়ংক্রিয় বটের হুমকিও দ্রুত বেড়ে যাচ্ছে, যা সহজ ও উন্নত উভয় ধরনের খারাপ বিভিন্ন বটের ক্রমাগত বেড়ে যাওয়ায় প্রভাব রাখছে।
“সাইবার হামলাকারীরা এখন কেবল বট তৈরি করার জন্যই নয়, বরং আরও দক্ষতার সঙ্গে নিজেদের গোপন রাখার জন্য নিত্যনতুন কৌশল উদ্ভাবনেও এআইয়ের ব্যবহার করছে।”