এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে মা-বাবার কাছে। সন্তান কাদেরকে টেক্সট পাঠাবে বা যোগাযোগ করবে তা-ও নিয়ন্ত্রণ করবেন তারা।
Published : 09 Apr 2025, 03:13 PM
এবার ইনস্টাগ্রামের আদলে ফেইসবুক ও মেসেঞ্জারেও ‘টিন অ্যাকাউন্ট’ আনছে মেটা।
সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, এ পরিবর্তনের মাধ্যমে টিন বয়সী ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এ পরিণত হবে। এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে মা-বাবার কাছে। সন্তান কাদেরকে টেক্সট পাঠাবে বা যোগাযোগ করবে তা-ও নিয়ন্ত্রণ করবেন তারা।
প্রথমবারের মতো এ ফিচারটি গত শরতে ইনস্টাগ্রামে চালু করে মেটা, যেখানে পাঁচ কোটি ৪০ লাখ টিনএজার ব্যবহারকারী রয়েছে। এদের বয়স ১৩ থেকে ১৫ বছর।
কোম্পানিটির এমন পরিবর্তনের ফলে টিন অ্যাকাউন্ট আপনাআপনিই প্রাইভেট হয়ে যাবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
ইনস্টাগ্রামের মতোই ফেইসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন ‘টিন অ্যাকাউন্ট’ একইভাবে কাজ করবে। নতুন পরিবর্তনের আওতায় অপরিচিত কারো সঙ্গে যোগাযোগ করতে বা নির্দিষ্ট প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবে না টিনএজাররা।
এক্ষেত্রে তাদের অভিভাবক অর্থাৎ মা-বাবার অনুমতির প্রয়োজন হবে। সন্তানের স্ক্রিন টাইম ও বন্ধু তালিকাও পর্যবেক্ষণ করতে পারবেন তারা।
ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্টে নতুন সেইফটি ফিচারও যোগ করছে মেটা। এই পরিবর্তনের ফলে ১৬ বছরের কম বয়সী টিনএজারদের যে কোনও ধরনের লাইভ করার জন্যও মা-বাবার অনুমতির প্রয়োজন হবে।
তবে এসব নিরাপত্তা ফিচার কতটা কার্যকর হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সাম্প্রতিক বছরগুলোতে টিনএজারদের ওপর কোম্পানিটির বিভিন্ন অ্যাপের প্রভাব নিয়ে, বিশেষ করে ইনস্টাগ্রামের প্রভাব নিয়ে তীব্র তদন্তের মুখে পড়েছে মেটা। টিন ব্যবহারকারীদের ক্ষতির অভিযোগে বর্তমানে মেটার বিরুদ্ধে মামলা করেছে কয়েক ডজন অঙ্গরাজ্য।