ভাস্কর্যটি বানিয়েছেন নিউ ইয়র্কের শিল্পী ড্যানিয়েল আরশাম। তার কাজ গোটা বিশ্বেই পরিচিত।
Published : 16 Aug 2024, 03:24 PM
সম্প্রতি ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে নিজের স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল এক ভাস্কর্যের ছবি প্রকাশ করেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
পোস্টটির ক্যাপশনে এ প্রযুক্তি টাইকুন লিখেছেন, “নিজের বউয়ের ভাস্কর্য তৈরি করানোর মাধ্যমে আমি রোমান ঐতিহ্যকে ফিরিয়ে এনেছি।”
পোস্টে ভাস্কর্যের শিল্পী ড্যানিয়েল আর্শামকেও ধন্যবাদ দিয়েছেন মার্ক।
এ ভাস্কর্যে জাকারবার্গের স্ত্রী’র আশপাশ দিয়ে রূপালি ধাতুর ঢেউ বয়ে যেতে দেখা গেছে। ছবি দেখে অনুমান করা সম্ভব এটি স্থাপন করা হয়েছে কোনো বাগানের ভেতর। আর ছবিতে সত্যিকারের প্রিসিলা চ্যানকে ভাস্কর্যের সামনে দাড়িয়ে একটি মগে চুমুক দিতে দেখা যাচ্ছে।
জাকারবার্গের পোস্টে তার স্ত্রী একটি ‘হার্ট’ ইমোজি’সহ মন্তব্য করেছেন, “আমি বেশি বেশি থাকাটাই তবে ভালো?”
ভাস্কর্যটি বানিয়েছেন নিউ ইয়র্কের শিল্পী ড্যানিয়েল আরশাম। তার কাজ গোটা বিশ্বেই পরিচিত, যার মধ্যে কয়েকটি এখন দেখা যাচ্ছে যুক্তরাজ্যের ওয়েকফিল্ড শহরে অবস্থিত ‘ইয়র্কশায়ার স্কাল্পচার পার্ক’-এ।
জাকারবার্গের পোস্টে বেশিরভাগ জবাবই ইতিবাচক, যেখানে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “ওয়াইফ গাই লেভেল: অ্যাডভান্সড।”
“সব জায়গার স্বামীরাই এখন রীতিমতো কাঁপছেন,” বলেন আরেকজন।
“বিআরবি (বি রাইট ব্যাক)’। আমার বরকে বাড়িতে এসে এর ব্যাখ্যা দিতে হবে,” যোগ করেন আরেক ব্যবহারকারী।
এর মধ্যে এক ব্যবহারকারী জাকারবার্গকে বলেন, প্রকল্পটি নিশ্চিতভাবেই ‘মজার’ ছিল। এর জবাবে জাকারবার্গ বলেন, “হ্যাঁ, খুবই মজার।”
আরশামের কাজে ব্রোঞ্জ ধাতুর বহুল ব্যবহার দেখা গেছে, যা ‘অক্সিডাইজ’ করে নীলাভ সবুজ রং আনার ক্ষেত্রে জরুরি, ঠিক যেমনটি দেখা যাচ্ছে জাকারবার্গের স্ত্রী’র ভাস্কর্যে। এই রংটির একটি শেড খুবই পরিচিত টিফানি ব্লু নামে, বিশেষ করে ঘড়ি প্রেমিকদের মধ্যে।
তবে, এতে চ্যানের পছন্দের কোনো উপাদান ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত করেননি তিনি।
জাকারবার্গ ও চ্যানের বিয়ে হয়েছিল ২০১২ সালে, যেখানে তাদের সংসারে মোট তিন জন সন্তান আছে।