ফার্স্ট পারসন শুটার ধাঁচের ভিডিও গেইমটি বিনোদন খাতের সফল গেইমগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে। আর এখন পর্যন্ত গেইমটির সামগ্রিক আয় তিন হাজার কোটি ডলারের বেশি।
Published : 18 May 2024, 04:35 PM
জনপ্রিয় অ্যাকশন গেইম ‘কল অফ ডিউটি’র আসন্ন সংস্করণে গ্রাহক পরিষেবা চালুর পরিকল্পনা করছে মাইক্রোসফট।
এর মাধ্যমে কোম্পানিটি স্বাধীনভাবে গেইমটি বিক্রির দীর্ঘদিনের অনুশীলন থেকে বেরিয়ে আসবে বলে গেল শুক্রবার এর সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে রয়টার্সকে।
পরিকল্পনার গোপনীয়তাকে কারণ দেখিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেছে, নতুন এই গ্রাহক সেবার ঘোষণা আসতে পারে ৯ জুন, কোম্পানির বার্ষিক এক্সবক্স প্রদর্শনীতে।
এ প্রসঙ্গে রয়টার্স মাইক্রোসফটের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। গেল শুক্রবার বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
গত বছরের শেষ নাগাদ ছয় হাজার নয়শ কোটি ডলারে ভিডিও গেইম কোম্পানি ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করেছিল মাইক্রোসফট, যার ফলে ‘কল অফ ডিউটি’র মালিকানাও পেয়ে যায় সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি।
ফার্স্ট পারসন শুটার ধাঁচের ভিডিও গেইমটি বিনোদন খাতের সফল গেইমগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে। আর এখন পর্যন্ত গেইমটির সামগ্রিক আয় তিন হাজার কোটি ডলারের বেশি।
দীর্ঘদিন ধরেই প্রতি বছর গেইমটির বিভিন্ন নতুন সংস্করণ প্রকাশ করে আসছিল অ্যাক্টিভিশন; সাম্প্রতিক বছরগুলোয় যেগুলোর দাম ছিল ৭০ ডলারের আশপাশে।
সম্প্রতি এক সম্মেলনে এক্সবক্সের প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেছিলেন, কোম্পানির পরিকল্পনা হল, এক্সবক্সের সকল ফার্স্ট পার্টি গেইম উন্মোচনের দিনই সেগুলোকে গ্রাহক সেবা ‘গেইম পাস’-এ প্রকাশ করা। এর কিছুদিন পরই এ খবর এল।
ফেব্রুয়ারিতে মাইক্রোসফট বলেছিল, গেইম পাস-এর গ্রাহক সংখ্যা তিন কোটি ৪০ লাখ, যা ২০২২ সালের প্রতিবেদনে উঠে আসা আড়াই কোটি গ্রাহকের চেয়ে বেশি।
বিশ্লেষকদের মতে, কল অফ ডিউটি’র মতো বড় ও অনুগত ভক্তওয়ালা গেইমের নতুন সংস্করণ গেইম পাসে আরও বেশি গ্রাহক টানতে পারে। তবে, তা গেইমটির সামগ্রিক বিক্রির ওপর প্রভাব ফেলতে পারে।
‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৩’, গেইমটি প্রকাশ পেয়েছে ২০২৩ সালের নভেম্বরে, যা এ বছর এখন পর্যন্ত বিক্রি হওয়া দ্বিতীয় সেরা গেইম। গেইমিং খাতের বিশ্লেষক কোম্পানি সিরকানার তথ্য অনুসারে, সনির থার্ড পার্সন শুটার গেইম ‘হেলডাইভারস ২’ পরপরই অবস্থান করছে গেইমটি।