গুগলের ফ্ল্যাগশিপ পিক্সেল স্মার্ট বিক্রি আইফোনের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা না থাকলেও এতে অ্যান্ড্রয়েড পণ্যে সম্ভাব্য সকল প্রযুক্তিই রাখা হয়েছে।
Published : 05 Oct 2023, 06:20 PM
পিক্সেল ৮ স্মার্টফোন ও নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে গুগল। এগুলোতে রয়েছে এআইভিত্তিক বিভিন্ন ফিচার।
গুগলের ফ্ল্যাগশিপ পিক্সেল স্মার্টফোনের বিক্রি আইফোনের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা না থাকলেও এতে অ্যান্ড্রয়েড পণ্যে ব্যবহারযোগ্য সকল প্রযুক্তিই রাখা হয়েছে। বিশেষ করে ফটোগ্রাফিতে আগ্রহী ও অ্যান্ড্রয়েড গ্যাজেটে অন্য ফোন নির্মাতার ফিচার রাখতে না চাওয়া গ্রাহকদের কাছে পিক্সেল ফোন বেশ জনপ্রিয়।
নতুন পিক্সেল ফোনে নিজেদের তৈরি ‘টেনসর জি৩’ প্রসেসর ব্যবহার করেছে গুগল। এই কাস্টম চিপে আছে এআই ও মেশিন লার্নিংয়ের মতো সুবিধা। ফলে, ডিভাইস ও ক্লাউড স্টোরেজে আরও বেশি ডেটা রাখতে পারবেন ব্যবহারকারী।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘মেইড বাই গুগল’ আয়োজনে কোম্পানির নির্বাহী কর্মকর্তারা বলেন, এআই ফিচারগুলো ফটোগ্রাফি, ওয়েব পেইজের সারাংশ তৈরি এমনকি স্প্যাম কল ঠেকানোর ক্ষেত্রেও কাজে লাগবে।
পিক্সেল ৮-এর দাম শুরু ৬৯৯ ডলার থেকে। আর পিক্সেল প্রো ৮ কেনার জন্য গুণতে হবে প্রায় এক হাজার ডলার। এগুলো বাজারে পাওয়া যাবে ১২ অক্টোবর থেকে।