“আমার ধারণা, এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হবে এই উদ্যোগটি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আপনাকে ছাড়া আমরা এটা করতে পারতাম না।”
Published : 22 Jan 2025, 02:48 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে শক্তিশালী করার লক্ষ্যে ডেটা সেন্টার তৈরিতে ওরাকল ও সফটব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওপেনএআই। ‘অচিরেই’ দশ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এসব প্রযুক্তি কোম্পানির।
হোয়াইট হাউসে এ তিনটি কোম্পানির প্রধানদের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এ পরিকল্পনাটি ‘আমেরিকার সম্ভাবনার প্রতি আস্থার এক দৃঢ় ঘোষণা’।
এর আগে, এআইকে সমর্থনের জন্য অবকাঠামোতে বড় বিনিয়োগের আহ্বান জানিয়েছিল ওপেনএআই। সেসব পরিকল্পনাতে সরকারি সহায়তার জন্য চ্যাটজিপিটির নির্মাতা জোরও দিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ওপেনএআই ও সফটব্যাংক জানিয়েছে, ‘স্টারগেট’ নামের এই যৌথ উদ্যোগটিতে আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, “আমার ধারণা, এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হবে এই উদ্যোগটি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আপনাকে ছাড়া আমরা এটা করতে পারতাম না।”
এ প্রকল্পটির কাজ এরইমধ্যে শুরু হওয়ার পরও এভাবেই ট্রাম্পকে এই কৃতিত্ব দেন অল্টম্যান।
ট্রাম্প বলেছেন, এ পরিকল্পনায় ডেটা সেন্টারের মতো এআই অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে, যা এক লাখের বেশি লোকের কর্মসংস্থান করবে।
ওরাকল প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন বলেছেন, প্রথমদিকে বিভিন্ন ডেটা সেন্টার নির্মাণ হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। পরে অন্যান্য জায়গায় আরও ডেটা সেন্টার বানাবেন তারা।
গত বছরের মার্চে প্রথম এ প্রকল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইনফরমেশন।
ওপেনএআই বলেছে, নতুন কোম্পানির ঘোষণার মধ্যে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিনিয়োগকারী ‘এমজিএক্স’ও রয়েছে, যা এক বছরেরও বেশি সময় ধরে আলোচনার চূড়ান্ত পরিণতি।
সফটব্যাংক ও ওপেনএআই-এর বিবৃতি অনুসারে, এ প্রকল্পের অন্যান্য অংশীদারদের মধ্যে রয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট, যুক্তরাজ্যের চিপ কোম্পানি আর্ম ও মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।
২০২২ সালে ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি চালুর মাধ্যমে এআই নিয়ে প্রতিযোগিতা শুরু হয় প্রযুক্তি বিশ্বে। ফলে কম্পিউটিংকে শক্তিশালী করার জন্য ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগের দিকে ঝুঁকছেন প্রযুক্তি প্রধানরা।
তবে ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ ও বিদেশি বিনিয়োগকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
হোয়াইট হাউসে নিজের মেয়াদের শেষ দিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এমন নিয়ম চালু করেছিলেন যা বিশ্বের কয়েক ডজন দেশে এআইভিত্তিক চিপ রপ্তানি সীমিত করবে। তিনি বলেছিলেন, তার এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রকে এই শিল্প নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে।
ওপেনএআই-এর অন্যতম প্রধান সমর্থক মাইক্রোসফট এ মাসের শুরুতে বলেছে, ফি বছর এআইচালিত ডেটা সেন্টার বানাতে আট হাজার কোটি ডলার বিনিয়োগের পথে রয়েছে তারা।