Published : 05 Jan 2024, 05:09 PM
শুনতে অবাক লাগলেও বাজারে এসেছে এক্সবক্স-এর ‘এস সিরিজের’ টোস্টার।
চমকপ্রদ এ টোস্টারে ব্যবহারকারী ব্রেড বা রুটি, কেক, পিঠা এমনকি ঠাণ্ডা ওয়াফলও দিতে পারবেন। এমনকি পরিবেশনের সময় ব্রেড বা রুটির ওপর এক্সবক্স-এর লোগোর ছাপ বসিয়ে বিভিন্ন খাবার টোস্ট করবে টোস্টারটি।
বছরখানেক আগে বিভিন্ন ফরাসি ওয়েবসাইটে টোস্টারটির কয়েকটি ছবি ফাঁস হয়েছিল। ৩৯ দশমিক ৯৯ ডলার বা বাংলাদেশি মুদ্রায় চার হাজার তিনশ ৮৯ টাকা (চলতি ব্যাংক রেটে) টোস্টারটি বিক্রি শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন ‘ওয়ালমার্ট’।
টোস্টারটি তৈরি হয়েছে কোম্পানির ‘সিগনেচার’ নকশার আদলে, যেখানে বায়ু প্রবাহের জন্য কালো রঙের ‘ভেন্ট’ রাখার পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু ফিচারও এতে যুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
পাশাপাশি টোস্টারটিতে খাবার ঝলসানোর ছয়টি স্তর, কয়েকটি ছোট ট্রে, এলইডি গণনা পদ্ধতি ও একটি ডিফ্রস্ট বাটনও আছে। টোস্টারটির সবচেয়ে মজার বিষয় হল, এতে ব্রেড টোস্ট করার পর এর ওপর এক্সবক্স-এর লোগোর ছাপ বসে যায়।
তবে এ ধরনের ফিচারওয়ালা প্রথম টোস্টার নয় এটি। কয়েক বছর আগে জনপ্রিয় গেইম ডেসটিনি’র আদলে নতুন টোস্টার বাজারে এনেছিল এর নির্মাতা কোম্পানি বানজি, যেখানে ব্রেডের ওপর ডেস্টিনি’র ‘ট্রাইকর্ন’ লোগো বসানোর সুবিধা ছিল।
এর আগে সিঙ্গাপুরের বহুজাতিক ভোক্তা ইলেকট্রনিক্স কোম্পানি ‘রেজর’ও প্রতিশ্রুতি দিয়েছিল, এপ্রিল ফুলের দিন তাদের বিদ্রুপ করা টোস্টারের বাস্তব সংস্করণ দেখা যাবে। তবে, তা কখনওই ঘটেনি।