ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা কোর্টে, বিচারক ‘বিব্রত’
আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আত্মপক্ষ শুনানির দিনে আসামি ও বাদীপক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি আবেদন করেছেন আদালতে। শুনানিতে ‘বিব্রত’ হয়ে বিচারক মামলাটি সিএমএম আদালতে পাঠিয়েছেন।