Published : 28 Apr 2025, 09:36 PM
‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. মিনহাজ বিন ইসলাম ও আল-আমিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন। সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
এনামুল হকের বিরুদ্ধে মামলায় ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ২২টি ব্যাংক হিসাবে ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগ তোলা হয়েছে।
দ্বিতীয় মামলায় এনামুলের স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার ‘অস্বাভাবিক’ লেনদেনের অভিযোগ করা হয়েছে।
এনামুল হক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেয় র্যাব। সরকার পতনের দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন-