Published : 28 Jul 2024, 06:03 PM
সম্প্রতি এআই পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন প্যারিস অলিম্পিকের সম্প্রচারকরা।
আমেরিকান দর্শকদের জন্য প্যারিস অলিম্পিক অনুষ্ঠানটি জেনারেটিভ এআইয়ের মাধ্যমে দেখানো হলেও ইউরোপীয় দর্শকদের জন্য একই পদ্ধতিতে তা দেখনো হয়নি।
গোটা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম কীভাবে প্রযুক্তির ব্যবহার নিয়ে চিন্তাভাবনা করছে এ বৈসাদৃশ্য তারই প্রতিফলিত বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
অলিম্পিক গেইমসের মার্কিন সম্প্রচারের জন্য এআই ব্যবহার করছে টেলিযোগাযোগ কোম্পানি ‘কমকাস্ট’-এর ‘এনবিসিইউনিভার্সাল’, যেখানে এক কিংবদন্তি ক্রিড়া ধারাভাষ্যকারের কণ্ঠকে এআইয়ের মাধ্যমে আবার ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে ইউরোপের ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র ক্রীড়া বিভাগ বলেছে, এআই প্রযুক্তিটি এখনও ক্রীড়া ধারাভাষ্যের মতো ভূমিকার জন্য “খুবই নতুন”।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইউরোপজুড়ে নিজেদের ম্যাক্স ও ডিসকভারিপ্লাসের মতো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গেইমটি স্ট্রিম করবে। পাশাপাশি অন্যান্য ভাষায় বক্তব্য অনুবাদ করার জন্য বিভিন্ন প্রযুক্তি কোম্পানির কাছ থেকে ডেমোও পেয়েছে। তবে এসব ডেমোর কণ্ঠস্বরে খেলার উত্তেজনাপূর্ণ সময়ে যে অনুভূতি দরকার, তার অভাব রয়েছে, বলেছেন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইউরোপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্কট ইয়ং।
“ডেমোর প্রতিটি অংশ দেখে মনে হয়, আপনি কেবল শব্দগুলোকেই সঠিকভাবে অনুবাদ করেছেন। তবে আপনি এর অনুভূতি অনুবাদ বা বর্ণনা করতে পারেননি।”
এ ক্ষেত্রে ইতালিয়ান দৌড়বিদ মার্সেল জ্যাকবস টোকিওতে যখন পুরুষদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতে বিশ্বকে চমকে দেন তখন ইতালীয় ধারাভাষ্যকাররা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দুনিয়া ফাটানো চিৎকার করে। সে সময় “বিশেষজ্ঞরা পাশাপাশি বসে ছিলেন এবং সেই মুহূর্তটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। এমন মুহূর্ত এআই দিয়ে তৈরি করা খুবই কঠিন,” বলেন ইয়ং।
এদিকে, এনবিসিইউনিভার্সাল, গুগল ও টিম ইউএস-এর মধ্যে একটি নতুন পার্টনারশিপের কারণে মার্কিন দর্শকরা এনবিসি বা স্ট্রিমিং পরিষেবা পিকক-এ গেইম দেখার সময় এআই অভিজ্ঞতা পাবেন।
এবারের অলিম্পিক আয়োজনের বিভিন্ন ভেন্যুতে প্যারিসের অনুভূতি দিতে দর্শকদের সহায়তা করবে এআইয়ের বাড়তি সুবিধা, যেখানে এআইয়ের মাধ্যমে গুগল ম্যাপের নানা ছবিরও দেখা মিলবে। পাশাপাশি আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি’র হোস্টরা দেখাবেন, কীভাবে প্রতিযোগিতা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে গুগল এআই সার্চ।
অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে ব্যক্তিগত পর্যায়ে প্রতিদিন ব্রিফ করতে জেনারেটিভ এআই ব্যবহার করবে এনবিসিইউনিভার্সাল। এতে এআইয়ের মাধ্যমে আবার ফিরিয়ে আনা হচ্ছে ক্রীড়া ধারাভাষ্যকার আল মাইকেলসের কণ্ঠকে।