ফরাসি ফুটবল
Published : 03 May 2025, 03:26 PM
পিএসজির প্রতিবেশি ক্লাব প্যারিস এফসির দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ৪৬ বছর পর ফরাসি ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগ আঁ-তে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।
ফ্রান্সের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা লিগ-২ এ মার্তিগের বিপক্ষে শুক্রবার ১-১ ড্র করে শীর্ষ দুইয়ে অবস্থান পাকা করেছে প্যারিস এফসি।
৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে দলটি। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লরিয়ঁ। এক মৌসুম পরই লিগ আঁ-তে ফিরছে ক্লাবটি। ফ্রান্সের শীর্ষ লিগের ২০২৩-২৪ আসরে ১৭তম হয়ে অবনমিত হয়েছিল দলটি।
১৯৭৮-৭৯ মৌসুমে সবশেষ ফ্রান্সের শীর্ষ লিগে খেলেছিল প্যারিস এফসি।
লিগ আঁয় চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে আগামী মৌসুমে দেখা যাবে প্যারিসের আরেক ক্লাব প্যারিস এফসিকে। ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো একই মৌসুমে শীর্ষ লিগে অংশ নেবে ফ্রান্সের রাজধানীর দুটি ক্লাব।
১৯৯০ সালে রেসিং প্যারিস ১ অবনমিত হওয়ার পর থেকে ফ্রান্সের শীর্ষ লিগে একসঙ্গে প্যারিসের দুটি ক্লাব দেখা যায়নি।