Published : 09 Oct 2024, 02:57 PM
টিনএজারদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও তাদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না টিকটক – এমন অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি।
মামলায় অভিযোগ করা, এই ভিডিও শেয়ারিং অ্যাপটি ডিজাইনই করা হয়েছে এর প্রতি আসক্তি তৈরি করতে ও টিনএজারদের ফোনের স্ক্রিনে আটকে রাখার জন্য।
এ অভিযোগ নাকচ করে টিকটক বলেছে, এসব দাবি ‘ভুল ও বিভ্রান্তিকর’ এবং তাদের নিজস্ব ‘ডিফল্ট স্ক্রিন টাইম’-এর পাশাপাশি ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রাইভেসি সেটিংসের মতো বিভিন্ন ফিচারের কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
নতুন করে এই আইনি পদক্ষেপ চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির জন্য আরেকটি ধাক্কা বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
কারণ, চীনা সরকারের কাছে মার্কিন নাগরিকদের তথ্য বেহাত হতে পারে এ আশঙ্কায় এরইমধ্যে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছে টিকটক। তবে এমন কিছু হবে না বলে জোর দিয়ে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্মটি।
“টিকটকের মতো আসক্তিমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তরুণরা নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে রীতিমতো ভুগছে,” বলেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।
“এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো বিভিন্ন স্টান্ট নকল করতে গিয়ে তরুণরা মারা গেছেন ও আহত হয়েছেন।”
এদিকে, ওয়াশিংটন ডিসিতে লেটিশিয়া জেমস-এর প্রতিপক্ষ ব্রায়ান শোয়ালব টিকটককে বর্ণনা করেছে ‘জেনেশুনে আসক্তি তৈরির’ পণ্য বলে।
মামলায় টিকটকের বিরুদ্ধে বিষণ্ণতা, উদ্বেগ ও শরীরের ডিসমর্ফিয়া’সহ ‘গভীর মানসিক ও শারীরিক ক্ষতি’ তৈরির অভিযোগ এনেছেন শোয়ালব।
টিকটকের বিরুদ্ধে এই গণ আইনি পদক্ষেপের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ‘কোনও বয়সের সীমাবদ্ধতা ছাড়াই একটি ভার্চুয়াল স্ট্রিপ ক্লাব’ কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব টিকটকের লাইভ স্ট্রিমিং ও ভার্চুয়াল বিভিন্ন মুদ্রার মাধ্যমে।
“আমরা এসব অভিযোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি, এর মধ্যে বেশিরভাগ অভিযোগ ভুল ও বিভ্রান্তিকর,” বলেছেন টিকটকের মুখপাত্র অ্যালেক্স হাউরেক।
“টিনএজারদের সুরক্ষায় আমরা যেসব কাজ করেছি তা নিয়ে আমরা গর্বিত ও গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। একইসঙ্গে আমাদের পণ্য আপডেট ও উন্নত করার বিষয়টি অব্যাহত রাখব আমরা।
মঙ্গলবার দায়ের করা এই নতুন মামলায় যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য হচ্ছে– ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কেনটাকি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, মিসিসিপি, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, অরিগন, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট, ওয়াশিংটন ও ওয়াশিংটন ডিসি।
এর আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যও একই ধরনের শিশু সুরক্ষা মামলা করেছে টিকটকের বিরুদ্ধে।
শিশুদের প্রাইভেসি রক্ষায় ব্যর্থতার অভিযোগে গত অগাস্টে দেশটির ফেডারেল পর্যায়ে অ্যাপটির বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগও।
তবে টিকটকের জন্য বড় হুমকির বিষয় হিসেবে এখনও রয়ে গেছে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইন, যেখানে এক বছরের মধ্যে চীনা কোম্পানি বাইটড্যান্সের টিকটক বিক্রি করতে হবে অথবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে প্ল্যাটফর্মটি।
এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে টিকটক। ধারণা করা হচ্ছে, বিচারকরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, যা শেষ পর্যন্ত সম্ভবত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে।