২০০৩ সালে এস্তোনিয়ায় চালু হয় স্কাইপ। প্রচলিত ফোনে আন্তর্জাতিক কল ব্যয়বহুল থাকার কারণে স্কাইপ ছিল অসম্ভব জনপ্রিয় বিকল্প।
Published : 03 Mar 2025, 03:31 PM
বন্ধ হয়ে যাচ্ছে কল পরিষেবা স্কাইপ। ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলের জন্য ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে অসম্ভব নির্ভরযোগ্য মাধ্যম ছিল এটি।
“মে মাস থেকে আর স্কাইপ ব্যবহার করা যাবে না” বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নিশ্চিত করেছে স্কাইপের মালিক কোম্পানি মাইক্রোসফট। তবে, কোম্পানিটি বলেছে, স্কাইপ অ্যাকাউন্টের লগ-ইন তথ্য আগামীতে মাইক্রোসফট টিমসের বিনামূল্যের সেবায় ব্যবহার করা যেতে পারে।
মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেওয়ার ১৪ বছর পর সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনএন। মাইক্রোসফট তার অন্যান্য একাধিক পণ্যে এ পরিষেবা একীভূত করেছে। এর মধ্যে রয়েছে অফিস এবং মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন। তবে, শেষের পণ্যটিও জনপ্রিয়তার বাজারে পিছিয়ে পড়েছে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট ৩৬৫ সহযোগী অ্যাপস ও প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট জেফ ট্যাপার বলেছেন, “স্কাইপ আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং ব্যবহারকারীদের জন্য অসংখ্য প্রিয় স্মৃতি তৈরির মাধ্যমে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পেরেছে। আর আমরা এই যাত্রার অংশ হতে পেরে সম্মানিত বোধ করি।
“টিমস নতুন যে সম্ভাবনা নিয়ে আসছে তা নিয়ে আমরা উচ্ছ্বসিত। নতুন ও অর্থপূর্ণ উপায়ে সংযুক্ত থাকতে আপনাকে সহায়তা করায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্সের মতো অন্যান্য প্রতিযোগী পণ্য মহামারীতে জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে নিতে পারলেও স্কাইপের জনপ্রিয়তা ক্রমশ ম্লান হয়ে গেছে। গত দেড় দশকে অ্যাপলের ফেইসটাইম ও মেটার হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের কাছেও বাড়তি প্রতিযোগিতার মুখে পড়েছে স্কাইপ। সেইসঙ্গে, মাইক্রোসফট টিমসে প্রচুর বিনিয়োগ করছে, যেখান থেকে প্রায় একইরকম পরিষেবা পাওয়া যায়।
২০০৩ সালে এস্তোনিয়ায় চালু হয় স্কাইপ। দ্রুতই এটি বিশ্বব্যাপী বিনামূল্যে কল করার উপায় হিসাবে জনপ্রিয়তা পায়। প্রচলিত ফোনে আন্তর্জাতিক কল ব্যয়বহুল থাকার কারণে স্কাইপ ছিল অসম্ভব জনপ্রিয় বিকল্প। এর জনপ্রিয়তার কারণে ইবে ২০০৫ সালে এটি দুইশ ৬০ কোটি ডলারে কিনে নেয়। মাইক্রোসফট ২০১১ সালে এটি কেনার আগে ২০০৯ সালে ইবে স্কাইপে তার মালিকানার শতকরা ৬৫ ভাগ একটি বিনিয়োগ গ্রুপের কাছে একশ ৯০ কোটি ডলারে বিক্রি করে দেয়।