Published : 29 Mar 2025, 01:34 PM
নতুন আত্মঘাতী ড্রোন নিয়ে পরীক্ষা করতে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে চলে বলে উঠে এসেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে।
উত্তর কোরিয়ার সরকারি সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বা কেসিএনএ-এর প্রকাশিত তারিখবিহীন এক ছবিতে দেখা গেছে, রানওয়েতে কর্মকর্তাদের সঙ্গে ড্রোন পরীক্ষা পরিদর্শন করছেন কিম।
কেসিএনএ বলেছে, এসব এআইনির্ভর টুলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় রাজি হয়েছেন দেশটির সর্বোচ্চ এই নেতা।
বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তির বিকাশে সম্ভবত উত্তর কোরিয়াকে সহায়তা করেছে রাশিয়া, যাকে ইউক্রেইন যুদ্ধে সহায়তার জন্য নিজের সৈন্য পাঠিয়ে সমর্থন জানিয়েছে দেশটি।
‘কর্নেল ব্রুকস টেক পলিসি ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক ও ড্রোন বিশেষজ্ঞ জেমস প্যাটন রজার্স বলছেন, এ হামলাকারী ড্রোনটি সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমশ ঘনিষ্ঠ সম্পর্কেরই ‘ফল’।
বিবিসি লিখেছে, প্রথমবারের মতো এসব ড্রোন ২০২৪ সালের অগাস্টে সামনে আনে উত্তর কোরিয়া, যা ‘লোটারিং যুদ্ধাস্ত্র’ নামেও পরিচিত। এটি উত্তর কোরিয়ার তৈরি ওয়ারহেড নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ওই সময় কেসিএনএ বলেছিল, এসব অস্ত্রে এআই প্রযুক্তি যোগ করার জন্য ‘সক্রিয়ভাবে’ কাজ করবে পিয়ংইয়ং।
রজার্স বলেছেন, পিয়ংইয়ং এখন এমন পর্যায়ের সক্ষমতা বাড়াচ্ছে, যা “দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে”।
“নিজেদের সামরিক বাহিনীর জন্য এসব ড্রোন তৈরি নিয়ে ভবিষ্যতের বিষয়ে খুব স্পষ্টভাবে চিন্তা করছে উত্তর কোরিয়া।
“বিষয়টি হচ্ছে, এসব অ্যালগরিদম কোরীয় উপদ্বীপের নাজুক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এমন সিদ্ধান্ত নিতে যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট নিরাপদ ও যথেষ্ট উন্নত।”
তিনি আরও বলেন, সম্ভবত ড্রোনটি তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়েছে উত্তর কোরিয়া।