২০২৩ সালে ৭০ কোটি ডলারে চীনা কোম্পানিটির প্রায় ৫ শতাংশ শেয়ার কিনে নেয় গাড়ি উৎপাদক জার্মান কোম্পানিটি।
Published : 06 Jan 2025, 05:05 PM
চীনা বিদ্যুচ্চালিত বা ইভি নির্মাতা এক্সপেংয়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে মোটরগাড়ী উৎপাদক জার্মান কোম্পানি ফোকসভাগেন।
সম্প্রতি ইভির জন্য আল্ট্রা-ফাস্ট চার্জিং নেটওয়ার্ক তৈরিতে নিজেদের পার্টনারশিপ বাড়ানোর কথা জানিয়েছে এই জুটি।
সেই লক্ষ্যে কোম্পানি দুটি নিজেদের চীনা নেটওয়ার্ক সিস্টেমকে একে অপরের গ্রাহকদের জন্য খুলে দেবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ প্রকল্পের আওতায় চীনের ৪২০টি শহরে প্রায় ২০ হাজার চার্জিং সিস্টেম থাকবে ইভির জন্য। নতুন কো-ব্র্যান্ডেড গাড়ি উৎপাদনের জন্য সম্ভাব্য বিভিন্ন নির্মাণ সাইটও খুঁজে দেখবে তারা।
প্রথমবারের মতো ২০২৩ সালে নিজেদের মধ্যে পার্টনারশিপ তৈরি করে এক্সপেং ও ফোকসভাগেন। ওই সময় ৭০ কোটি ডলারে চীনা কোম্পানিটির প্রায় ৫ শতাংশ শেয়ার কিনে নেয় জার্মান জায়ান্টটি।
কোম্পানি দুটি বলেছে, ২০২৬ সালের মধ্যে যৌথভাবে চীনে দুটি ফোকসভাগেন ব্র্যান্ডেড ইভি চালু করবে তারা।
এদিকে, ফোকসভাগেন বলেছে, ইনটেলিজেন্ট ও ইভি গাড়ির জন্য নতুন কাঠামো ডিজাইন করতে এক্সপেং-এর সঙ্গে কাজ করছে তারা। ফলে তাদের সবচেয়ে বড় বাজারে আরও সাশ্রয়ী মূল্যের ইভি গাড়ি সরবরাহ করতে পারবে কোম্পানিটি।