গেইমের ‘হাটস’ নামের চরিত্রদের মোকাবেলা করা, একটি উচ্চগতির মোটরবাইক চালানো, এবং নিজের গ্যাংয়ের জন্য নতুন সদস্য নিয়োগ দেওয়ার মতো বিষয়গুলো দেখানো হয়েছে গেইমপ্লে ট্রেইলারে।
Published : 11 Jun 2024, 06:11 PM
জনপ্রিয় স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজির ‘স্টার ওয়ার্স আউটল’ গেইম উন্মোচনের তারিখ যখন এগিয়ে আসছে, তেমন সময়েই গেইমটির নতুন ট্রেইলার প্রকাশ পেল, যেখানে দেখা গেছে এর ‘গেইমপ্লে’ কেমন হবে।
নির্মাতা কোম্পানি ইউবিসফটের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘গ্র্যান্ড থেফট অটো’ বা ‘জিটিএ’-এর আদলে তৈরি গেইমটির লোকেশন বা অবস্থান পৃথিবী থেকে অনেক দূরের এক ছায়াপথে।
নতুন গেইমপ্লে ট্রেইলারটিতে দেখানো হয়েছে, একজন গেইমার স্টার ওয়ার্সের কোন কোন লোকেশন বা অবস্থানে অনুসন্ধান চালাতে পরবেন। পাশাপাশি, ট্রেইলারে কিছু ‘বেআইনী’ বা অপরাধমূলক মিশনের ওপরেও নজর দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গেইমের ‘হাটস’ নামের চরিত্রদের মোকাবেলা করা, একটি উচ্চগতির মোটরবাইক চালানো, এবং নিজের গ্যাংয়ের জন্য নতুন সদস্য নিয়োগ দেওয়ার মতো বিষয়গুলো দেখানো হয়েছে গেইমপ্লে ট্রেইলারে।
গেইমপ্লেস ট্রেইলারের পাশাপাশি শুক্রবার ‘সামার গেইম ফেস্ট’-এর মূল বক্তব্যের সময় একটি সংক্ষিপ্ত টিজারও প্রকাশ করেছে ইউবিসফট।
গেইমটি তৈরিতে কাজ করেছে ভিডিও গেইম কোম্পানি ম্যাসিভ এন্টারটেইনমেন্ট। এর আগে, ‘দ্য ডিভিশন সিরিজ’ এবং ‘অ্যাভাটার: ফ্রন্টিয়ার্স অফ প্যান্ডোরা’ গেইম দুটিতেও তারা কাজ করেছেন বলে লিখেছে ভার্জ।
স্টার ওয়ার্স আউটল গেইমটি প্রথমবার ঘোষণা করা হয়েছিল গত বছরের সামার গেইম ফেস্টের সময়, এক্সবক্স গেইম শোকেস আয়োজনে।
স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজির জনপ্রিয় দুটি মুভি ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ ও ‘রিটার্ন অফ দ্য জেডাই’-এর কাহিনীর ঠিক মাঝামাঝি সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে গেইমটি। খেলোয়াড়রা গেইমটি খেলবেন ‘কে’ নামের একজন চরিত্রের ভূমিকায়, যিনি স্টার ওয়ার্সের ‘আন্ডার ওয়ার্ল্ড’ বা দুষ্কৃতকারীদের জগতে অপরাধের জালে আটকা পড়ে যান।
পিএস৫, এক্সবক্স সিরিজ এক্স/এস এবং পিসির জন্য ‘স্টার ওয়ার্স আউটল’ গেইমটি ৩০ আগস্ট প্রকাশ পাওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।