Published : 06 May 2025, 09:54 PM
ওপেনএআইয়ের মূল নিয়ন্ত্রণ অলাভজনক অংশের হাতেই থাকবে– এমন ঘোষণার পরও কোম্পানিটির বিরুদ্ধে ইলন মাস্ক মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
মাস্কের আইনজীবী মার্ক টোবারফ সোমবার বলেছেন, ওপেনএআই তাদের নিয়ন্ত্রণের পরিকল্পনা বদলালেও কোম্পানিটির বিরুদ্ধে মামলা চালিয়ে যাবেন মাস্ক।
ওপেনএআইয়ের নতুন প্রস্তাবিত পরিকল্পনার অধীনে, অলাভজনক অংশই নিয়ন্ত্রণ করবে ওপেনএআইকে, যার অধীনে একটি ‘বড়’ বাণিজ্যিক অংশে রয়েছে। যার মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণে অর্থাৎ ব্যবসা থেকে যে অর্থ পাবে সেটা নিজেদের কাজে ব্যবহার করবে তারা।
কর্মীদের উদ্দেশে লেখা সোমবারের ওই চিঠিতে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, নতুন কাঠামোতে কোম্পানিটি আগের কাঠামো থেকে বেরিয়ে এসে একটি সাধারণ শেয়ার-ভিত্তিক কাঠামোতে যাচ্ছে। অল্টম্যান তার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, “এটি কোনো বিক্রি নয়, বরং একটি জটিল কাঠামোকে সহজভাবে রূপান্তরের পদক্ষেপ।”
এর আগে, ওপেনএআই যাতে অলাভজনক নিয়ন্ত্রণ থেকে সরে যেতে না পারে তার জন্য গত বছর অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। এ মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা ২০২৬ সালের মার্চে।
অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন মাস্ক।