বর্তমানে বেড়েই চলেছে মহাকাশ আবর্জনার সমস্যা। হাজার হাজার পুরানো স্যাটেলাইট, রকেটের বিভিন্ন অংশ ও টুকরা প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে।
Published : 12 Feb 2025, 06:18 PM
ভবিষ্যতে মহাকাশের ধ্বংসাবশেষ বা আবর্জনা পরিষ্কার করতে ও পৃথিবীর কক্ষপথে থাকা বিভিন্ন স্যাটেলাইট মেরামতে সাহায্য করবে এমন রোবট নিয়ে পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এর ভেতরে নীল রঙের বাহু ব্যবহার করে ভেসে থাকা এক ‘ক্যাপচার কিউব’ সফলভাবে ধরতে পেরেছে নাসার ‘অ্যাস্ট্রোবি’ নামের এই গ্রিপার রোবটটি। গ্রিপার রোবটের সাহায্যে কোনোকিছু সহজেই শক্ত করে ধরে ফেলা যায়।
এ পরীক্ষায় ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতের বিভিন্ন রোবট কীভাবে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশের আবর্জনা খুঁজে পাবে ও তা ধরতে পারবে। কারণ, এরইমধ্যে মহাকাশের আবর্জনা স্যাটেলাইট ও বিভিন্ন মহাকাশ মিশনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
অ্যাস্ট্রোবি রোবট কী?
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে থাকা নাসার ‘আমেস রিসার্চ সেন্টার’-এর মাধ্যমে তৈরি একটি ‘ফ্রি ফ্লাইং রোবট’ সিস্টেম হচ্ছে অ্যাস্ট্রোবি।
এতে ‘বাম্বল’, ‘হানি’ ও ‘কুইন’ নামের তিনটি ঘন আকৃতির রোবটের পাশাপাশি রয়েছে একটি সফটওয়্যার সিস্টেম ও চার্জিং ডক।
বিদ্যুচ্চালিত পাখা ব্যবহার করে চলাচল করে এসব রোবট। যার ফলে আইএসএস-এ থাকা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে ভাসতে ও চলতে পারবে এগুলো।
ক্যামেরা ও সেন্সর দিয়ে সাজানো এসব রোবট নিজেদের আশপাশ দেখতে ও তার মানচিত্র তৈরিতে এসব প্রযুক্তি ব্যবহার করবে। রেলিং বা কোনো বস্তু আঁকড়ে ধরার জন্য এগুলোর একটি ‘পার্চিং আর্ম’ বা ঝুলন্ত বাহুও রয়েছে।
বর্তমানে বেড়েই চলেছে মহাকাশ আবর্জনার সমস্যা। হাজার হাজার পুরানো স্যাটেলাইট, রকেটের বিভিন্ন অংশ ও টুকরা প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে।
মহাকাশের এসব ধ্বংসাবশেষ পৃথিবীর কক্ষপথে থাকা সক্রিয় স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। পাশাপাশি হুমকির মুখে ফেলতে পারে মহাকাশচারীদেরকেও।
এসব রোবট যদি স্বয়ংক্রিয়ভাবে মহাকাশের ধ্বংসাবশেষ ধরে ফেলতে ও তা পরিষ্কার করতে পারে তাহলে ভবিষ্যতের বিভিন্ন মিশনের জন্য আরও নিরাপদ হয়ে উঠবে মহাকাশ।
এ পরীক্ষাটিকে মহাকাশের আবর্জনা পরিষ্কার ও স্যাটেলাইট পরিষেবার জন্য রোবোটিক সিস্টেম তৈরির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে নাসা।
সংস্থাটির দাবি, ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথকে আরও পরিষ্কার ও সবার জন্য নিরাপদ করে তুলতে ভূমিকা রাখবে এসব রোবট।