ওই নারীকে তার স্বামী ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
Published : 11 Apr 2025, 06:34 PM
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছুরিকাঘাতে এক নারীর প্রাণ গেছে।
শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে ওই ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মিনু আক্তার। ৪২ বছর বয়সী মিনু স্বামীর সঙ্গে কলহের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনু ও তার স্বামী ফরিদুল আলমের মধ্যে কলহ ছিল। যে কারণে মিনু খানখানাবাদ ডোংরা গ্রামে স্বামীর বাড়ি ছেড়ে ইলশায় বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।
“ভোরে ফরিদুল শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে মিনুর পরিবারের সদস্যদের অভিযোগ।”
ইউএস/এফএইচ