হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ছবি এবং গ্রুপ চ্যাটিংয়ে অন্যদের সঙ্গে শেয়ার করা লিংকের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
Published : 10 Apr 2025, 05:48 PM
ব্যবহারকারীদের শেয়ার করা ছবি বা ফাইলের মাধ্যমে তাদের ডিভাইসে দূর থেকেও প্রবেশ করতে পারে হ্যাকাররা— এমন ঝুঁকির বাগ খুঁজে পাওয়ার পর জরুরিভিত্তিতে আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ।
এক সর্তকবার্তায় হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা বলেছে, এই নিরাপত্তা ত্রুটির মধ্যে একটি ‘স্পুফিং সমস্যা’র সঙ্গে জড়িত, যা সাইবার হামলা চালানোর জন্য অ্যাটাচমেন্টের সুযোগ করে দেয় সাইবার অপরাধীদের।
তবে কেবল উইন্ডোজের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণই এই ঝুঁকির মধ্যে রয়েছে, ফলে ব্যবহারকারী পিসিতে কোনও ক্ষতিকর ফাইল খোলার সঙ্গে সঙ্গেই তা চালু হয়ে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
হোয়াটসঅ্যাপে ‘সিকিউরিটি অ্যাডভাইসরি’তে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপের ভেতরে ম্যানুয়ালি অ্যাটাচমেন্ট খোলার সময় অ্যাটাচমেন্ট দেখার বদলে প্রাপক অসাবধানতাবশত ক্ষতিকর কোড চালাতে পারেন।”
কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই নিরাপত্তা ঝুঁকির শিকার হয়েছেন কি না তা জানায়নি মেটা। আরও তথ্যের জন্য কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিপেনডেন্ট।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তাদের বিভিন্ন ছবি ও গ্রুপ চ্যাটিং অন্যদের সঙ্গে শেয়ার করা বিভিন্ন লিংকের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সাইবারস্মার্ট-এর জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা পরামর্শক অ্যাডাম পিলটন বলেন, “বেশিরভাগ মানুষই এমন এক হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ, যেখানে ছবি শেয়ারের বিষয়টি খুব সাধারণ এবং এখানেই এর ঝুঁকি বিপজ্জনক হয়ে উঠতে পারে।”
“যদি কোনও সাইবার অপরাধী এমন ছবি আপনার গ্রুপে বা আপনার বিশ্বস্ত কারো সঙ্গে শেয়ার করতে পারে তাহলে ওই গ্রুপের যে কেউ অজান্তেই শেয়ার করা এ ছবির সঙ্গে থাকা ক্ষতিকর কোডটি কার্যকর করতে পারবেন।”
‘বাগ বাউন্টি’ প্রোগ্রামের মাধ্যমে মেটার কাছে রিপোর্ট করা সর্বশেষ বাগটি ক্ষতিকর অ্যাটাচমেন্ট হিসাবে ছদ্মবেশে ম্যালওয়্যারকে রাখার ক্রমাগত প্রবণতারই অংশ।
সাইবার নিরাপত্তা কোম্পানি ‘সনিকওয়াল’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে এ ধরনের ক্ষতিকর ম্যালওয়্যারের আক্রমণ ব্যাপকহারে বেড়েছে।