বিকালে দায়িত্ব বুঝে নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠক করেন।
Published : 19 Aug 2024, 06:58 PM
নিয়োগ পাওয়ার পরদিনই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিএসইসিতে গিয়ে দায়িত্ব বুঝে নেন অভিজ্ঞ এই ব্যাংকার। এর আগে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদানের আনুষ্ঠানিকতা শেষে চলে যান আগারগাওঁয়ে বিএসইসি দপ্তরে।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন চেয়ারম্যান বিকালে দায়িত্ব বুঝে নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন।
রোববার বিকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তিনি বিএসইসির দশম চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১০ অগাস্ট আগের চেয়ারম্যান পদত্যাগ করেন।
অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এ পদে অর্থনীতির গবেষণা নিয়ে কাজ করা মাসরুর রিয়াজকে বেছে নিলেও মত বদলে তিনি যোগ দিতে চাননি। এরপর নতুন প্রধান হিসেবে স্টান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকার রাশেদ মাকসুদকে বেছে নিল নতুন সরকার।
দেশি বিভিন্ন ব্যাংক এবং সিটিব্যাংক এনএ এর মত বিদেশি ব্যাংকে কাজ করা অভিজ্ঞ এ ব্যাংকারের চার বছরের মেয়াদে তার সামনে এখন দরপতন ও কারসাজিতে জেরবার পুঁজিবাজারের আস্থা ফেরানোকে মূল চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।
পেশাগত জীবনে পুরো দস্তুর ব্যাংকার রাশেদ মাকসুদ তার ২৮ বছরের কর্মজীবনে সবশেষ স্টান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেড এবং আগের সাত বছর সিটিব্যাংক এনএ বাংলাদেশের এমডি ও কান্ট্রি অফিসার ছিলেন।
তিনি সিটি ব্যাংক এনএ এর ইন্দোনেশিয়ার জাকার্তা অফিসেও কাজ করেন। ছিলেন এমআইডিএএস ফিন্যান্স লিমিটেড বাংলাদেশের পরিচালনা পর্ষদের উপদেষ্টাও।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা রাশেদ মাকসুদ পড়াশোনা করেছেন ঢাকার সেন্ট যোসেফ হাইস্কুল ও নটর ডেম কলেজে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম সম্পন্ন করেন তিনি একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ শেষ করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন