চার বছরের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পাচ্ছেন তিনি।
Published : 18 Aug 2024, 07:46 PM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে কে আসছেন তা নিয়ে তিন দিন আলোচনা থাকার মধ্যে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।
অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এ পদে অর্থনীতির গবেষণা নিয়ে কাজ করা মাসরুর রিয়াজকে বেছে নিলেও মত বদলে তিনি যোগ দিতে চাননি। এরপর নতুন প্রধান হিসেবে স্টান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকার রাশেদ মাকসুদকে বেছে নিল নতুন সরকার।
চার বছরের জন্য নিয়োগ পাওয়া দেশি বিভিন্ন ব্যাংক এবং সিটিব্যাংক এনএ এর মত বিদেশি ব্যাংকে কাজ করা অভিজ্ঞ এ ব্যাংকারের সামনে এখন দরপতন ও কারসাজিতে জেরবার পুঁজিবাজারের আস্থা ফেরানোকে মূল চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।
রোববার বিকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বিএসইসির দশম চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হবেন। গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গত গত ১০ অগাস্ট আগের চেয়ারম্যান পদত্যাগ করেন।
পেশাগত জীবনে পুরো দস্তুর ব্যাংকার রাশেদ মাকসুদ তার ২৮ বছরের কর্মজীবনে সবশেষ স্টান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেড এবং আগের সাত বছর সিটিব্যাংক এনএ বাংলাদেশের এমডি ও কান্ট্রি অফিসার ছিলেন।
তিনি সিটি ব্যাংক এনএ এর ইন্দোনেশিয়ার জাকার্তা অফিসেও কাজ করেন। ছিলেন এমআইডিএএস ফিন্যান্স লিমিটেড বাংলাদেশের পরিচালনা পর্ষদের উপদেষ্টাও।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা রাশেদ মাকসুদ পড়াশোনা করেছেন ঢাকার সেন্ট যোসেফ হাইস্কুল ও নটর ডেম কলেজে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম সম্পন্ন করেন তিনি একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ শেষ করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
এদিকে আরেক প্রজ্ঞাপনে এর আগে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া ড. এম মাসরুর রিয়াজের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।
প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারে পালাবদলের অংশ হিসেবে আগের চেয়ারম্যানের পদত্যাগের পর গত ১৩ অগাস্ট গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।
প্রথমে তার বিষয়ে কিছু প্রশ্ন উঠার পর সরকারের দিক থেকে সেগুলোর মীমাংসা হলেও গত শনিবার মাসরুর রিয়াজ লিখিতভাবে জানিয়ে দেন তিনি বিএসইসিতে যোগ দিতে চাচ্ছেন না।
এ দায়িত্ব নিতে ‘অপরাগতা’ প্রকাশ করলেও সরকারের প্রয়োজনে বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহ থাকার কথা তুলে ধরেন তিনি।