হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড।
Published : 09 Dec 2023, 09:28 PM
হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আমসু ফাতি। বার্সেলোনা থেকে ধারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলা এই ফরোয়ার্ডকে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে।
নভেম্বরে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে চোট পান ফাতি। তাতে ব্রাইটনের সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার জানা গেল, আরও অনেক দিন তাকে পাবে না ইংলিশ ক্লাবটি।
শনিবার বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে ব্রাইটন কোচ রবের্তো দে জেরবি ফাতির লম্বা সময়ের জন্য ছিটকে পড়ার বিষয়টি জানান।
গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা থেকে এক বছরের জন্য ধারে ব্রাইটনে যোগ দেন ফাতি। ইংলিশ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ৪টি গোল করেছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। এর তিনটি গোলই ছিল সবশেষ সাত ম্যাচে।
ফাতির ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে চোট অনেকবার থাবা বসিয়েছে। তাই দারুণ সম্ভাবনা থাকার পরও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না তিনি। ২০২০ সালে হাঁটুতে চোট পাওয়ায় প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে।
তবে ব্রাইটনে যোগ দেওয়ার আগে গত মৌসুমে বড় কোনো চোটের মুখে পড়েননি ফাতি। বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ম্যাচ খেলেন ৫১টি, গোল ১০টি।