অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পেয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।
Published : 25 Feb 2023, 03:16 PM
আগে থেকেই নেই উসমান দেম্বেলে ও পেদ্রি। এর মধ্যেই বার্সেলোনার উদ্বেগ বাড়িয়ে হাঁটুতে চোট পেলেন আনসু ফাতি।
বার্সেলোনা এক টুইটে শুক্রবার জানায়, অনুশীলনের সময় বাম হাঁটুতে আঘাত পান ফাতি।
“আপাতত সে খেলতে পারছেন না। তার মাঠে ফেরা নির্ভর করবে সেরে ওঠার উপর।”
আগামী রোববার লা লিগার ম্যাচে আলমেরিয়ার মাঠে খেলবে কতালান ক্লাবটি। নিশ্চিতভাবেই এতে খেলতে পারবেন না ফাতি।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্ত বলেছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় খেলতে পারেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। বৃহস্পিতবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লেগের ফিরতি লেগে খেলেন ফাতি। গত বৃহস্পতিবার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ৭৫তম মিনিটে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি তিনি।
চলতি মৌসুমে এখনও চেনা ছন্দে দেখা যায়নি তাকে। ২১ ম্যাচ খেলে ফাতি করতে পেরেছেন কেবল ৩ গোল। এবার আরও একবার তাকে নামতে হচ্ছে চোটের সঙ্গে লড়াইয়ে।
রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা।