যেখানে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে এমবাপে

দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তরুণ ফরাসি তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 01:04 PM
Updated : 6 Dec 2022, 01:04 PM

মাঠে নামলেই যেন একের পর এক রেকর্ড-অর্জনের ঝুলি লুটিয়ে পড়ছে কিলিয়ান এমবাপের পায়ে। সেই ধারাবাহিকতায় তরুণ ফরাসি তারকা স্পর্শ করেছেন দারুণ এক মাইলফলক। যেখানে তার পা পড়েছে লিওনেল মেসি কিংবা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে অনেক কম ম্যাচ খেলে।

বিশ্বকাপের শেষ ষোলোয় গত রোববার পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপে। দ্বিতীয়টি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ২৫০তম গোল।

২৩ বছর বয়সী এমবাপের আড়াইশ ক্যারিয়ার গোল হয়ে গেল ৩৬০ ম্যাচ খেলে। রোনালদোর চেয়ে ১৫০ ও মেসির চেয়ে ১৯ ম্যাচ কম খেলে এই মাইলফলক ছুঁলেন তিনি। রোনালদোর লেগেছিল ৫১০ ম্যাচ, মেসির ৩৭৯।

ওই ম্যাচে দুটি রেকর্ডও গড়েন এমবাপে। বয়স ২৪ বছর হওয়ার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে কিংবদন্তি পেলেকে (৭) ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসেন তিনি (৮)। একই সঙ্গে ভেঙে দেন পর্তুগিজ গ্রেট ইউজেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের আট গোলের রেকর্ড।