আর্জেন্টিনা একাদশে দি মারিয়া, পূর্ণ শক্তির ফ্রান্স

সব শঙ্কা কাটিয়ে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2022, 01:42 PM
Updated : 18 Dec 2022, 01:42 PM

শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুখবর, শুরুর একাদশে ফিরেছেন আনহেল দি মারিয়া। ফ্রান্সের বিধ্বংসী আক্রমণ সামলাতে চার ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, ম্যাচের দুই দিন আগে ফ্রান্স দলে ঠাণ্ডাজনিত অসুস্থতার প্রকোপ বাড়লেও আগের দিন সব সমস্যা কেটে যাওয়ার আভাস মেলে। অবশেষে সব শঙ্কা কাটিয়ে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন কোচ দিদিয়ে দেশম।

লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনাল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পান দি মারিয়া। পরে তিনি খেলতে পারেননি শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে ফিরলেও তাকে নিয়ে সমস্যা হয়তো তখনও ছিল। পরে সেমি-ফাইনালে ক্রেয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে পুরোটা সময় বেঞ্চেই কাটান ইউভেন্তুস মিডফিল্ডার।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের খুব গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পাওয়ায় আর্জেন্টিনার আত্মবিশ্বাস বাড়বে অনেকটা। ২০১৪ বিশ্বকাপে দল ফাইনালে উঠলেও চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি দি মারিয়া। এবারও জেগেছিল তেমন শঙ্কা, তবে ঠিক সময়েই সেরে উঠলেন তিনি।

মূলত দি মারিয়া ফেরায় ৪-৪-২ ফর্মেশন সাজিয়েছেন স্কালোনি। তাই একাদশে জায়গা হয়নি ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের।

আর ফ্রান্স দলে ফিরেছেন সেন্টার-ব্যাক দায়দ উপেমেকানো ও মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। অসুস্থতার কারণে গত বুধবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জেতা সেমি-ফাইনালে খেলতে পারেননি তারা।

ভাইরাসজনিত অসুস্থতায় পড়েছিলেন রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে ও কিংসলে কোমান। শনিবার দলের সঙ্গে অনুশীলন করেন ভারানে। তিনি আছেন শুরুর একাদশে, অন্য দুজন আছেন বেঞ্চে।  

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি

ফ্রান্স একাদশ: উগো লরিস, জুল কুন্দে, রাফায়েল ভারানে, দায়দ উপেমেকানো, থিও এরনঁদেজ, অঁতোয়ান গ্রিজমান, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, উসমান দেম্বেলে, অলিভিয়ে জিরুদ, কিলিয়ান এমবাপে