ক্লাব লেস্টার সিটির হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন জেমস ম্যাডিসন। তিন বছর পর একেবারে বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফিরলেন এই ইংলিশ মিডফিল্ডার।
কাতার বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার তাকে নিয়ে ২৬ সদস্যের দল দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
চলতি মৌসুমে ভীষণ বাজে শুরুর পর প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছে লেস্টার সিটি। আর দলের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ম্যাডিসনের; ১২ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি।
আন্তর্জাতিক ফুটবলে এর আগে একটি মাত্র ম্যাচই খেলেছেন ২৫ বছর বয়সী ম্যাডিসন। তাও সেই ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে; মন্টেনেগ্রোর বিপক্ষে ৩৫ মিনিট।
চোট কাটিয়ে কদিন আগে দুই মাস পর ফেরা ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকেও দলে রেখেছেন কোচ। এছাড়া আছেন মৌসুমের শুরু থেকে নিজেকে খুঁজে ফেরান হ্যারি ম্যাগুইয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুর একাদশে জায়গা হারানোর পর খুব বেশি খেলার সুযোগও পান না এই সেন্টার-ব্যাক।
আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের ২২তম আসর। পরদিন ইরানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড।
‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ওয়েলস ও যুক্তরাষ্ট্র।
ইংল্যান্ড দল:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড), অ্যারন র্যামসডেল (আর্সেনাল)
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), এরিক ডায়ার (টটেনহ্যাম হটস্পার), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), কিরান ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), কনর কোডি (এভারটন), বেন হোয়াইট (আর্সেনাল), ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড (লিভারপুল)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (বরুশিয়া ডর্টমুন্ড), ম্যাসন মাউন্ট (চেলসি), কনর গ্যালাহার (চেলসি), ডেকলান রিস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), ক্যালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: জেমস ম্যাডিসন (লেস্টার সিটি), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), বুকায়ো সাকা (আর্সেনাল), রাহিম স্টার্লিং (চেলসি), ক্যালাম উইলসন (নিউক্যাসল ইউনাইটেড), মার্কাস র্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)