টিকে থাকার লড়াইয়ে ঘানার সামনে উরুগুয়ে

এর আগে স্রেফ একবারই মুখোমুখি হয়েছিল দল দুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 04:27 PM
Updated : 30 Nov 2022, 04:27 PM

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র ও পর্তুগালের কাছে পরাজয়ে বিশ্বকাপে শেষ ষোলোয় খেলার পথ খুব কঠিন হয়ে গেছে উরুগুয়ের। বাঁচা-মরার ম্যাচে ঘানার বিপক্ষে শুধু জিতলেই হবে না তাদের, পক্ষে আসতে হবে অন্য ম্যাচের ফলও।

‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে ঘানা ও পর্তুগাল। আল জানোব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাওয়া দুই দলের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

* নিজেদের সবশেষ ৯টি বিশ্বকাপ ম্যাচেই গোল হজম করেছে ঘানা।

* উরুগুয়ে নিজেদের সবশেষ ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছে। এর আগে ইউরোপের দলগুলোর বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে অপরাজিত ছিল লাতিন আমেরিকার দলটি।

* ঘানার সবশেষ দুই ম্যাচে ১০ গোল হয়েছে। পাঁচ গোলের রোমাঞ্চে পর্তুগালের কাছে ৩-২ গোলে হারে তারা। একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারায় আফ্রিকার দলটি। কোরিয়াকে হারিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্বে ৬ ম্যাচের জয়খরা কাটায় তারা।

* কাতার আসরে এখন পর্যন্ত গোল করতে পারেনি উরুগুয়ে। নিজেদের সবশেষ ছয় বিশ্বকাপে কেবল একবার নকআউট পর্বে উঠতে পারেনি তারা।

* শেষ ষোলোয় খেলতে হলে ঘানার বিপক্ষে জয়ের বিকল্প নেই উরুগুয়ের। এরপরও অবশ্য থাকবে অনিশ্চয়তা। পক্ষে আসতে হবে পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচের ফল।

* উরুগুয়ের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে ২০১০ সালের পর ঘানার নকআউট পর্বে খেলা। ড্র করলেও থাকবে সুযোগ, তবে তখন নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

* এখন পর্যন্ত কেবল একবারই মুখোমুখি হয়েছে উরুগুয়ে ও ঘানা, ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে। ওই ম্যাচে হাত দিয়ে বল ধরে ঘানার নিশ্চিত গোল ঠকিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস। পরে পেনাল্টি মিস করে ঘানা। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-২ ব্যবধানে হেরে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন ভাঙে ঘানার।