পরিসংখ্যানে ‘অচেনা’ ইরান-যুক্তরাষ্ট্র

২২ বছর পর কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 01:08 PM
Updated : 27 Nov 2022, 01:08 PM

প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই বললেই চলে। একে অপরের প্রায় অচেনা ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হতে যাচ্ছে। এখন পর্যন্ত দুইবার দেখা হয়েছে দল দুটির, সবশেষ ২২ বছর আগে।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

দুই দলের তৃতীয় সাক্ষাতের আগে আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

* নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল ইরান। পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। ওয়েলসকে হারিয়ে দেয় ২-০ গোলে।

* যুক্তরাষ্ট্র এবারের আসরে এখনও জয়ের মুখ দেখেনি। ওয়েলসের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ইংল্যান্ডের সঙ্গে করে গোলশূন্য ড্র।

* বিশ্বকাপে এ নিয়ে ছয়টি আসর খেলছে ইরান। কিন্তু এখন পর্যন্ত গ্রুপ পর্বই উতরাতে পারেনি তারা।

* ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ছিল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এটা তাদের একাদশ আসর। ১৯৯০ সাল থেকে বিশ্ব মঞ্চে প্রায় নিয়মিত তারা, মাঝে কেবল খেলতে পারেনি ২০১৮ সালের রাশিয়া আসরে।  

* যুক্তরাষ্ট্র দলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে কেবল ডিআন্ড্রে ইয়াডলিনের। ২০১৪ সালে ব্রাজিল আসরে খেলেছিলেন এই ডিফেন্ডার।

* এখন পর্যন্ত দুইবার দেখা হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের। যার প্রথমটি ১৯৯৮ সালের ফ্রান্স আসরে। সেবার ২-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল ইরান।

* এই দুই তেশের মাঝে রাজনৈতিক বৈরিতা অনেক দিনের। ২৪ বছর আগে ওই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রকে সাদা গোলাপ উপহার দেয় ইরান।

* দুই দল সবশেষ মুখোমুখি হয় ২০০০ সালে, প্রীতি ম্যাচে। ১-১ গোলে ড্র হয়েছিল লড়াইটি।