‘লক্ষ্যের খুব কাছে আছি’ ফ্রান্স দলকে বেনজেমার বার্তা

শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফরাসি এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2022, 10:39 AM
Updated : 12 Dec 2022, 10:39 AM

চোটের কারণে ছিটকে না গেলে করিম বেনজেমার এখন থাকার কথা ছিল ফ্রান্স দলের সঙ্গে। তাকে ছাড়াই দল চলে গেছে সেমি-ফাইনালে। দূর থেকে দলের প্রতি শুভকামনা জানিয়েছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। 

শিরোপা ধরে রাখার অভিযানে এখন পর্যন্ত ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ফ্রান্স। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ চারে। 

ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী বুধবার ফরাসিদের প্রতিপক্ষ প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমি-ফাইনালে ওঠা মরক্কো। 

ফ্রান্সের এই পথচলার অংশ হতে পারতেন বেনজেমাও, যদি চোট বাধা না দিত। ছয় বছর বিরতির পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে দলে ফেরেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ছিলেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও। কিন্তু জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় ঊরুতে পাওয়া চোট তাকে ছিটকে দেয়। 

মাঠে ফেরার প্রক্রিয়ায় সম্প্রতি রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মরক্কোর বিপক্ষে লড়াইয়ের আগে গত রোববার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ফ্রান্স দলের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। 

“আর দুটি ম্যাচ, আমরা লক্ষ্যের খুব কাছে আছি... আমি তোমাদের সঙ্গেই আছি… এগিয়ে যাও।”