হোর্হে মেন্দেস বলেছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
Published : 02 May 2023, 11:02 PM
চোটের আঘাত, সঙ্গে পড়তি ফর্মে দলে অনিয়মিত হয়ে পড়া-সব মিলিয়ে মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না আনসু ফাতির। বাতাসে ভাসছে গ্রীষ্মে তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন। তরুণ এই ফরোয়ার্ডের এজেন্ট হোর্হে মেন্দেসও বিষয়টি খোলাসা করলেন না। বললেন, এ নিয়ে এখন কথা বলার সময় নয়।
বয়স মাত্র ২০। এরই মধ্যে খুব মধুর আবার খুব তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে ফাতির। বার্সেলোনার জার্সিতে অল্প বয়সে যেমন দুর্দান্ত পারফরম্যান্সে রাঙিয়েছেন, তেমনি অনেকবার চোটের শিকার হয়েছেন তিনি। বারবার চোটে পড়ে মিস করেছেন অনেক ম্যাচ। আবার চোট কাটিয়ে ফেরার পরও চেনা ছন্দে দেখা যায়নি স্পেনের এই প্রতিভাবান ফুটবলারকে।
তাতে জায়গা হারিয়েছেন দলের শুরুর একাদশে। অনেক ম্যাচে বেঞ্চে বসেই কেটে গেছে সময়। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আসে ফাতির বার্সেলোনার ছাড়ার খবর।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বার্সেলোনা বিমানবন্দরের বাইরে সাংবাদিকরা প্রশ্ন করেন ‘সুপার এজেন্ট’ হিসেবে পরিচিত মেন্দেসকে। উত্তরে এই পর্তুগিজ বললেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
“এখন এ বিষয়ে আমি কথা বলতে পারব না। সে বার্সেলোনার খেলোয়াড়, চোটে পড়ার আগে বার্সেলোনায় সে নিজের জাত দেখিয়েছে।”
“সে একজন ফেনোমেনন এবং সামনে কী ঘটে, আমরা দেখব। আমি কিছু বলতে পারছি না।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন ফাতি। তবে শুরুর একাদশে ছিলেন মাত্র ১৩টিতে। গোল করেছেন ৭টি ও অ্যাসিস্ট ৩টি।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা মঙ্গলবার মাঠে নামবে ওসাসুনার বিপক্ষে।