ফিফার বিরুদ্ধে শাখতারের অভিযোগ

ইউক্রেইনের ক্লাবটির দাবি, ফিফার সিদ্ধান্তের জন্য তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2023, 04:52 PM
Updated : 30 March 2023, 04:52 PM

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন কমিশনে অভিযোগ এনেছে শাখতার দেনেৎস্ক। ইউক্রেইনের ক্লাবটির দাবি, গত বছর ফিফা খেলোয়াড়দের দলবদলের নিয়মে পরিবর্তন করায় তাদের ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আক্রমণ করে রাশিয়া। এর প্রেক্ষিতে গত জুনে ক্ষতির মুখে পড়া বিদেশি খেলোয়াড়দের সহায়তা করার জন্য খেলোয়াড়দের দলবদল (আরএসটিপি) সংক্রান্ত নিয়ম সংশোধন করে ফিফা। ওই খেলোয়াড়দের ক্লাবের সঙ্গে চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত স্থগিত করার অনুমতি দেওয়া হয়।

শাখতারের দাবি, ফিফার ওই পদক্ষেপের কারণে খেলোয়াড়দের দলবদল থেকে আয় হারিয়েছে তারা এবং ‘অনেক আন্তর্জাতিক খেলোয়াড়’ ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাওয়ায় তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে বৃহস্পতিবার শাখতারের সিইও সের্গেই পালকিন বলেছেন, ফিফার নেওয়া সিদ্ধান্ত বাতিল চান তারা।

“আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচদের কাজের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে একটি অভিযোগ এনেছে শাখতার।”

এই বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে ফিফা সাড়া দেয়নি।