সময়ের সেরা ফুটবলারদের একজন আর্লিং হলান্ড এখন দাপিয়ে বেড়াচ্ছেন ম্যানচেস্টার সিটির হয়ে। তবে এর আগে ‘নামমাত্র’ মূল্যে নাকি তাকে কেনার সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই সুযোগ এসেছিল উলে গুনার সুলশারের সৌজন্যে। ইউনাইটেড সেই সুযোগ হেলায় নষ্ট করায় এখনও ক্ষুব্ধ সাবেক এই কোচ।
পাদপ্রদীপের আলোয় আসার আগে শুরুর দিনগুলোতে নরওয়ের ক্লাব মোল্ডায় খেলেন হলান্ড। ওই সময়ে তাকে কোচিং করান সুলশার। এরপর ঠিকানা বদল হয়ে যায় দুজনের। সালসবুর্কে যোগ দেন হলান্ড, আর সুলশার দায়িত্ব নেন ইউনাইটেডের।
তবে এর আগেই ইংলিশ ক্লাবটিকে হলান্ডের ব্যাপারে জানান সুলশার। মাত্র ৪০ লাখ পাউন্ড খরচ করলেই নরওয়ের এই তারকাকে দলে টানতে পারত ইউনাইটেড। তবে ২০১৮ সালে তার দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ক্লাবটি।
সালসবুর্ক থেকে বরুশিয়া ডর্টমুন্ডে দুর্দান্ত খেলে গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেন হলান্ড। গোলের পর গোল করে পেয়ে গেছেন ‘গোলমেশিন’ তকমা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১টি গোল করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।
সিটি শিবিরে হলান্ডকে খেলতে দেখা সুলশারের জন্য মোটেও সুখকর অভিজ্ঞতা নয়। সম্প্রতি ‘অ্যান ইভিনিং উইথ উলে গুনার সুলশার’-এর একটি অনুষ্ঠানে তা ফুটে ওঠে স্পষ্টভাবে।
“আমি ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কারণ আমাদের কাছে একজন প্রতিভাবান স্ট্রাইকার (হলান্ড) ছিল, যার ইউনাইটেডে থাকা উচিত।”
“তবে দুর্ভাগ্যবশত তারা আমার কথা শোনেনি। আমি ৪০ লাখ পাউন্ড চেয়েছিলাম। কিন্তু তারা কখনোই তাকে দলে টানেনি। মাত্র ৪০ লাখ পাউন্ড! আমাকে জিজ্ঞাসা করবেন না (সে এখন কোথায় খেলছে) সে খুবই ভালো…।”