হ্যামস্টিংয়ের চোটে ভুগছেন বার্সেলোনার এই স্প্যানিশ লেফট-ব্যাক।
Published : 27 Jan 2024, 08:03 PM
হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটই পেয়েছেন আলেহান্দ্রো বাল্দে। সেরে উঠতে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হবে বার্সেলোনার তরুণ এই স্প্যানিশ ডিফেন্ডারকে।
লা লিগা চ্যাম্পিয়নরা শনিবার বিবৃতিতে বাল্দের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের পর কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, সে ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এ মৌসুমে তাকে আর পাবে না বার্সেলোনা।
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে গত বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে এই চোট পান বাল্দে। যে কারণে ম্যাচের ২২তম মিনিটে মাঠ ছাড়তে হয় ২০ বছর বয়সী এই লেফট-ব্যাককে।
বাল্দের চোট পাওয়া ম্যাচটি ৪-২ গোলে হেরে যায় বার্সেলোনা। এতে কোপা দেল রের শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে শাভি এর্নান্দেসের দল।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে ১৮ লিগ ম্যাচ খেলেছেন বাল্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ২৮ ম্যাচে।
লিগ টেবিলে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। লিগ ম্যাচে শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি।