হাঁটুর চোটে ছিটকে গেছেন ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
Published : 17 Nov 2023, 08:04 PM
আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময়ে বড় এক ধাক্কা খেল রেয়াল মাদ্রিদ। ডান হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
স্প্যানিশ ক্লাবটি শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, ফ্রান্স জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান কামাভিঙ্গা। তার সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
২১ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত রেয়ালের প্রতিটি ম্যাচেই খেলেছেন। তার আগে হাঁটুতে চোট পেয়ে বাইরে আছেন দলটির থিবো কোর্তোয়া, এদের মিলিতাও ও আর্দা গুলার।
কামাভিঙ্গার চোটে রেয়াল কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা আরও বাড়ল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় ঊরুর চোটে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে রেয়াল। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২৬ নভেম্বর লিগে কাদিসের মুখোমুখি হবে তারা।