চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে পিএসজির মাঠে বার্সেলোনা ১-০ গোলে জিতবে বলে মনে করেন তরুণ এই ফরোয়ার্ড।
Published : 05 Apr 2024, 05:37 PM
ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার হাতছানি। লামিনে ইয়ামাল তাই দারুণ রোমাঞ্চিত। তবে শুধু খেলাই নয়, পিএসজির বিপক্ষে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসাতে পারবেন বলেও বিশ্বাস বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ডের।
২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রথম লেগে আগামী বুধবার পিএসজির মাঠে খেলবে শাভি এর্নান্দেসের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
তার আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বললেন, ম্যাচটিতে নিজেদের ১-০ গোলে জয় দেখছেন তিনি। আর গোলটা করবেন তিনি নিজে।
“আমি খুবই রোমাঞ্চিত। আমার প্রথম কোয়ার্টার-ফাইনাল। তাদের বিপক্ষে খেলতে পারাটা একটা স্বপ্ন। প্রথম লেগ নিয়ে আমার ভবিষ্যদ্বাণী? আমরা ১-০ গোলে জিতব আর গোলটা আমি করব।”
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত আট ম্যাচে ৪৮৩ মিনিট খেলে একটি অ্যাসিস্ট করলেও কোনো গোল করতে পারেননি ইয়ামাল।
ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ১ জুনের ফাইনালে খেলার স্বপ্নও দেখছেন ১৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
“সব দলেরই সমান সম্ভাবনা রয়েছে এখন। প্রথমে পিএসজিকে হারাতে হবে, তারপর সেমি-ফাইনালে যে কোনো কিছু হতে পারে।”