লা লিগার ফিরতি ক্লাসিকো ১৯ মার্চ  

কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2023, 03:57 PM
Updated : 19 Feb 2023, 03:57 PM

চূড়ান্ত হলো লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মহারণের দিনক্ষণ। স্পেনের শীর্ষ লিগের পরবর্তী ক্লাসিকো হবে আগামী ১৯ মার্চ। 

কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনার দ্বৈরথ। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রথম দেখায় লা লিগার ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-১ গোলে জিতেছিল কার্লো আনচেলত্তির দল। 

এরপর গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। কোপা দেল রের সেমি-ফাইনালেও দেখা হবে দল দুটির।

প্রতিযোগিতাটির দুই লেগের মাঝেই হবে লা লিগার ক্লাসিকো। 

লিগে ২১ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্টে দুইয়ে রিয়াল, এক ম্যাচ বেশি খেলেছে শিরোপাধারীরা। 

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে বার্সেলোনা বেশ এগিয়ে থাকলেও ক্লাসিকোর ফলাফলে চিত্র বদলে যেতেও পারে। আবার ওই লড়াইয়ে জিতে লিড বাড়িয়ে শিরোপার আরও কাছে যাওয়ারও সুযোগ থাকবে শাভি এরনান্দেসের দলের সামনে।