‘বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনা অপরাজেয় নয়’

উরুগুয়ের কাছে হেরে হতাশ হলেও মোটেও উদ্বিগ্ন নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 12:53 PM
Updated : 17 Nov 2023, 12:53 PM

কাতার বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব অর্জনের পর থেকে যেভাবে খেলছিল আর্জেন্টিনা, তাতে মনে হচ্ছিল তাদের হারানো প্রায় অসম্ভব এক কাজ। মেসি-দি মারিয়াদের হারের তেতো স্বাদ দিয়েছে উরুগুয়ে। পরাজয়ের হতাশা রয়েছে, তবে এতে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই বলেই মনে করছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, বিশ্বকাপ জেতার মানে এই না যে, তাদের হারানো যাবে না। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবারের উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচে গোলের কিছু সুযোগ তৈরি করলেও সেভাবে প্রাধান্য বিস্তার করতে পারেনি স্কালোনির দল। 

ফলে প্রায় এক বছর পর প্রথম ম্যাচ হারতে হয়েছে আর্জেন্টিনাকে। সবশেষ হার ছিল সেই কাতার বিশ্বকাপেই, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে। এরপর বিশ্বকাপ সব মিলিয়ে টানা ১৪ ম্যাচে জিতেছিল দলটি।

অপরাজিত থাকার সেই পথচলা একদিন শেষ হবেই, এই বিষয় নিয়ে আগেও মন্তব্য করেছেন স্কালোনি। উরুগুয়ে ম্যাচের পর সেটারই পুনরাবৃত্তি করে বিশ্বকাপ জয়ী এই কোচ বলেছেন, প্রতিপক্ষ ভালো খেললে সেটাও মেনে নিতে হয়। 

“আমরা ভাবতে পারি না যে, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমরা কখনও হারব না। আমরা অপরাজেয় নই, আমি এটা আগেও বলেছি এবং সামনেও তা বলব। সবার সমর্থন খেলোয়াড়দের শক্তি যোগায়, আমি আশা করি এটি সবসময় এমনই থাকবে।” 

“আমাকে ম্যাচটা নিয়ে অনেক ভাবতে হবে বা খেলাটা দেখতে হবে, কিন্তু প্রাথমিকভাবে আমার উপলব্ধি হল তারাই সেরা দল ছিল, এটাই বাস্তবতা। আমরা ম্যাচে ছিলাম না। কিন্তু প্রতিপক্ষও মাঝে মাঝে ভালো খেলে এবং তখন বলতেই হয়, আমি সত্যিই তাদের অভিনন্দন জানাই।”

আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার, ব্রাজিলের বিপক্ষে। সবশেষ ম্যাচের ধাক্কা সামলে তাই সামনের দিকে চোখ স্কালোনির। 

“সামনে খুব কঠিন একটা ম্যাচ আছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি এই দলটা অনেকবারই দেখিয়েছে যে তারা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। এখানে আপনি দল হিসেবে জিতবেন না হারবেন, আর কোনো রাস্তা নেই।” 

পয়েন্ট তালিকায় ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্টে পাঁচে ব্রাজিল।