চ্যাম্পিয়ন্স লিগ
আতালান্তা কোচকে না চিনলেও প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেছেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার।
Published : 29 Jan 2025, 04:17 PM
প্রতিপক্ষ নিয়ে খুঁটিনাটি সব কিছু জানার আগ্রহ থাকে প্রায় সবার। কিন্তু এখানে সম্ভবত একটু ব্যতিক্রম আলেহান্দ্রো বাল্দে। চ্যাম্পিয়ন্স লিগে পরের লড়াই যাদের বিপক্ষে, সেই আতালান্তার কোচ জান পিয়েরো গাসপেরিনির নামই নাকি শোনেননি বার্সেলোনা ডিফেন্ডার!
ইউরোপ সেরার প্রতিযোগিতার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার ইতালিয়ান ক্লাব আতালান্তার মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু মাঠের লড়াই।
৬৬ বছর বয়সী গাসপেরিনির কোচিংয়ে গত মৌসুমে ইউরোপা লিগ জিতেছিল আতালান্তা। চলতি মৌসুমে ভালো ছন্দে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান সপ্তম। সেরি আয় আছে তৃতীয় স্থানে।
মাঠের লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আতালান্তার প্রশংসা করেন ২১ বছর বয়সী বাল্দে।
“আতালান্তা দারুণ একটি দল। আমার মনে হয়, তারা দারুণ এক মৌসুম কাটাচ্ছে।”
ইতালিয়ান এক সাংবাদিক আতালান্তা কোচ গাসপেরিনিকে নিয়ে প্রশ্ন করেন বাল্দেকে। সেটার উত্তর দিয়েই তিনি সবাইকে কিছুটা অবাক করে দেন।
“আরেক প্রশ্ন যার সম্পর্কে করা হল, তিনি কে? কোনো খেলোয়াড়? তার সম্পর্কে আমি কখনও শুনিনি।”
পরে আবারও প্রশ্নটি করেন সাংবাদিক। এবারও গাসপেরিনিকে না চেনার কথাই বলেন বাল্দে,“তিনি কে? আমি জানি না।”
পরে সঙ্গে থাকা বার্সেলোনার স্টাফদের একজনের সঙ্গে কথা বলে জানতে পারেন গাসপেরিনি কে।
“ওহ, বুঝতে পেরেছি, সত্যি কথা হলো, আমার কোনো ধারণা ছিল না। তিনি কেমন আমি জানি না, আমার মনে হয় ভালো।”
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে কেবল একটিতে হেরেছে আতালান্তা। সরাসরি শেষ ষোলোয় খেলায় দারুণ সম্ভাবনা আছে তাদের। সেটা না হলেও দুই লেগের প্লে-অফে খেলার টিকেট নিশ্চিত করে ফেলেছে তারা।
৭ ম্যাচ খেলে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে বার্সেলোনার অবস্থান দ্বিতীয়। ৭ ম্যাচের সবকটি জিতে সবার ওপরে লিভারপুল।