ইংলিশ ফুটবল
কাই হাভার্টজের স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনাগত সন্তানকে হত্যা করার হুমকি দিয়েছেন একজন।
Published : 14 Jan 2025, 03:32 PM
ম্যাচে সহজ দুটি সুযোগ নষ্ট করা কাই হাভার্টজ টাইব্রেকারেও গোল করতে ব্যর্থ হন। তার অমন বাজে দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল। এতে ব্যক্তিগত জীবনেও খুব কঠিন অবস্থায় পড়েছেন জার্মান ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে তার স্ত্রীকে।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে ১০ জনের ইউনাইটেডকেও হারাতে পারেনি আর্সেনাল। মূল ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে তারা হেরে যায় ৫-৩ গোলে।
ম্যাচ জুড়ে আধিপত্য ছিল আর্সেনালের। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করে তারা। সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি হাভার্টজ। টাইব্রেকারে তার দুর্বল শট ঠেকিয়ে দেন আলতাই বায়িনদির। তুরস্কের এই গোলরক্ষক মূল ম্যাচে মার্টিন ওডেগোরের পেনাল্টিও ঠেকান।
ওই হারের পর সমর্থকদের রোষানলে পড়েন হাভার্টজ। তার স্ত্রী সোফিয়া হাভার্টজ সোমবার তার ইনস্টাগ্রামে দুই পোস্ট করেন। যার একটিতে তিনি লেখেন, তার অনাগত শিশুকে হত্যা করার হুমকি দিয়েছেন একজন।
‘ক্লাবের সমর্থকদের’ এমন আচরণের শিকার হওয়ায় পাল্টা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন সোফিয়া।
“কেউ যদি মনে করে, এরকম কিছু লেখা ঠিক, তবে আমার কাছে সেটা খুবই অবাক করা ব্যাপার...আশা করি, (এই ব্যক্তি) নিজের কাজে নিজেই লজ্জিত হবে।”
তার সন্তানের হুমকির প্রতিক্রিয়ায় সোফিয়া লেখেন, “এ বিষয়ে আমি কী বলব, ভেবেই পাচ্ছি না। তবে দয়া করে আপনারা আরও শ্রদ্ধাশীল হন। আমরা এর চেয়ে ভালো...”
অনলাইনে খেলোয়াড়দের এমন বাজে আচরণের শিকার হওয়া নিয়ে কাজ করছে ফুটবল কর্তৃপক্ষ ও পুলিশ।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত বছর জানিয়েছিল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যেকোনো অপ্রীতিকর ঘটনা দমনে পুলিশকে সহায়তা করতে তারা প্রায় ২৫ হাজার পাউন্ড (৩২ হাজার ডলার) তহবিল সরবরাহ করছে।
২০২১ সালের ইউরোর ফাইনালে ইতালির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হারের পর ইংল্যান্ডের খেলোয়াড় বুকায়ো সাকা, মার্কাস র্যাশফোর্ড এবং জ্যাডন সানচো সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন।