মাঠে ঘুষি সেভিয়া গোলরক্ষককে, তদন্তে উয়েফা

পিএসভির বিপক্ষে ম্যাচ চলাকালীন মার্কো দিমিত্রোভিচকে ঘুষি মারেন এক দর্শক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 11:57 AM
Updated : 25 Feb 2023, 11:57 AM

পিএসজি-সেভিয়া ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের এক সমর্থকের আক্রমণের শিকার হয়েছেন সেভিয়া গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। তাকে মাঠে নেমে ঘুষি মেরেছেন এক সমর্থক।  এই ঘটনার তদন্তে নেমেছে উয়েফা।

ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় লেগে ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার ম্যাচের শেষের দিকে একজন সমর্থক মাঠে ঢুকে পড়েন এবং দৌড়ে এসে দিমিত্রোভিচের মুখে ঘুষি মারেন। ম্যাচ স্থগিত রাখা হয় এরপর।

উভয় দলের খেলোয়াড় ও কর্মীরা দ্রুত দিমিত্রোভিচ এবং আক্রমণকারীর চারপাশে জড়ো হন। এরপর ওই ব্যক্তিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনা উয়েফা তদন্তে নেমেছে বলে জানিয়েছে দা আথলেতিক।

এই ঘটনার প্রেক্ষিতে অবশ্য উয়েফা এখনও কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে আথলেতিকের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা তাদেরকে তদন্ত শুরু বিষয়টি নিশ্চিত করেছে।

ম্যাচে সেভিয়া ২-০ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে পা রাখে শেষ ষোলোয়।

সম্প্রতি মাঠের বাইরের কারণ শিরোনাম হচ্ছে ফুটবলে। বেশ কিছু দিন ধরে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। এবার মাঠেই আঘাত করা হলো দিমিত্রোভিচকে।

ম্যাচের পর মুভিস্টার প্লাসকে সেভিয়া গোলরক্ষক বলেন এ বিষয়ে উয়েফার হস্তক্ষেপ করা উচিত।

“সে আমাকে আঘাত করতে চেয়েছিল, এটা হতাশার যে ফুটবল মাঠে এরকম কিছু ঘটে। উয়েফাকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে।”