লা লিগা
অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে ফের্মিন লোপেসের, বদলি নেমে গোল করার পর লাল কার্ড দেখেছেন তিনি।
Published : 10 Feb 2025, 04:05 AM
এলেন, গোল করলেন, মাঠ ছাড়লেন- সেভিয়ার বিপক্ষে ফের্মিন লোপেসের গল্পটা ঠিক এমনই। বদলি নেমে তিনি খেলতে পারলেন কেবল ১৫ মিনিট। গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তাকে মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। দলের জন্য অবশ্য বিপদের কারণ হলো না তা। বড় জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা।
সেভিয়ার মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। শেষ আধা ঘন্টা ১০ জন নিয়ে খেলেছে তারা।
শুরুতে রবের্ত লেভানদোভস্কি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান রুবেন ভার্গাস। দ্বিতীয়ার্ধে ফের্মিন সফরকারীদের ফের লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া ও এরিক গার্সিয়া।
২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ চূড়ায় আছে।
ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রির দারুণ পাসে প্রথম স্পর্শে লামিনে ইয়ামালের প্রচেষ্টা রুখে দেন সেভিয়ার গোলরক্ষক। পরের মিনিটেই গোলের দেখা পায় সফরকারীরা। রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড পাসে কাছ থেকে পা বাড়িয়ে বল জালে পাঠান পোলিশ স্ট্রাইকার।
এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হলো ২২ ম্যাচে ১৯টি, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।
এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার। পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে সাউল নিগেস পাস দেন দূরের পোস্টে, জালে পাঠাতে ভুল করেননি ভার্গাস।
পঞ্চদশ মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার নিচু শট ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে একটি ধাক্কা খায় বার্সেলোনা। চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। তার জায়গায় নামেন পাউ কুবার্সি।
বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও, সেভিয়ার রক্ষণ দেয়াল আর ভেদ করতে পারছিল না বার্সেলোনা। বিরতির আগে বরং আরেকটি গোল খেতে বসেছিল তারা, দোদি লুকেবাকিয়োর ওভারহেড কিক ঠেকিয়ে দেন ভয়চেখ স্ট্যান্সনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি নামা ফের্মিন প্রথম মিনিটেই ফের এগিয়ে নেন বার্সেলোনাকে। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এক মিনিট পর লুকেবাকিয়ো বার্সেলোনার জালে বল পাঠালেও তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।
৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাস পেয়ে বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬০তম মিনিটে সেভিয়ার জিব্রিলকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন ফের্মিন। পরে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেভিয়া, তবে লাভ হয়নি। তাদের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্ট্যান্সনি।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন গার্সিয়া। দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ডিফেন্সিভ মিডফিল্ডার কাছ থেকে হেডে গোলটি করেন।
আসরে নবম হারের তেতো স্বাদ পাওয়া সেভিয়া ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।