ইউরোপা লিগ
সাত দিন আগের চরম ব্যর্থতা ভুলে নিজেকে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ তার সামনে।
Published : 16 Apr 2025, 08:08 PM
যে দলের বিপক্ষে ভীষণ বাজে পারফরম্যান্সে তীব্র সমালোচনার মুখে পড়েন, জায়গা হারান স্কোয়াডে, সাত দিন বাদে সেই লিওঁর বিপক্ষেই দলে ফিরছেন আন্দ্রে ওনানা। ইউরোপা লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের জন্য এই গোলরক্ষককে ডেকেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি।
ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার লিওঁর বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন ওনানা। ২-২ ড্রয়ে শেষ হওয়া ম্যাচটিতে ইউনাইটেড দুটি গোলই হজম করে তার ভুলে।
কঠোর সমালোচনার মুখে পড়েন ক্যামেরুনের এই ফুটবলার। আর সেই কারণেই তাকে ‘পুরোপুরি বিশ্রামে ও বাইরের সবকিছু থেকে বিচ্ছিন্ন’ রাখতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পোস্টে আলতাই বায়িন্দিরকে দায়িত্ব দেন কোচ।
গত রোববার প্রিমিয়ার লিগের ওই ম্যাচে তুরস্কের এই গোলরক্ষকও হতাশ করেন। ৪-১ ব্যবধানে হেরে যাওয়া ওই ম্যাচে তার ভুলেই শেষ গোলটি হজম করে ইউনাইটেড।
এক ম্যাচ পরই তাই ওনানার ওপরই আস্থা রাখতে হচ্ছে আমুরিকে। বৃহস্পতিবার লিওঁর বিপক্ষে আবার লড়াইয়ে নামবে ইউনাইটেড। আগের দিন গণমাধ্যমে ওনানাকে ফেরানোর কথা নিশ্চিত করেন এই পর্তুগিজ কোচ।
“একজন কোচ ও সাবেক ফুটবলার হিসেবে প্রথমত আমি সেই সব কাজ করি, যা এমন পরিস্থিতিতে একজন খেলোয়াড়কে সাহায্য করতে পারে। আমরা খেলোয়াড়দের শারীরিক সুস্থতাকে গুরুত্ব দেওয়ার কথা বলি, কিন্তু তাদের মানসিক অবস্থার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।”
“মাঝে আমাদের একটা সপ্তাহান্ত গেছে (ম্যাচ ডে), ওই ম্যাচে না খেলাটাই আন্দ্রে ওনানার জন্য ভালো ছিল এবং সেদিন খেলতে পারা আলতাই বায়িন্দিরের জন্য ভালো হয়েছে। এখন আগামীকাল (বৃহস্পতিবার) সে (ওনানা) খেলবে।”
ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত একটায় লড়াইয়ে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিওঁ।