চ্যাম্পিয়ন্স লিগ
ছন্দে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগের দিন অনুশীলন করেননি।
Published : 11 Mar 2025, 12:27 AM
চ্যাম্পিন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগের চেয়ে সেরি আর আসন্ন ম্যাচকে যেন বেশি গুরুত্ব দিচ্ছেন সিমোনে ইনজাগি। ফেইনুর্ডের বিপক্ষে লাউতারো মার্তিনেসকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন ইন্টার মিলান কোচ।
শেষ আটে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার রাতে ফেইনুর্ডের মুখোমুখি হবে ইন্টার। গত সপ্তাহে প্রথম লেগে ডাচ দলটির মাঠে ২-০ গোলে জিতে কাজ কিছুটা এগিয়ে রেখেছে তারা।
সামনে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে ইনজাগির দলের। আগামী রোববার তারা খেলবে সেরি আয় তিনে থাকা আতলান্তার বিপক্ষে।
ইতালির শীর্ষ লিগে শিরোপার লড়াইয়ে থাকা মূল তিন দলের মধ্যে পার্থক্য কেবল ৩ পয়েন্ট। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় ইন্টার, ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নাপোলি। ৫৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আতালান্তা।
আগামী মাসে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে এসি মিলানের মুখোমুখি হবে ইন্টার। ব্যস্ত সূচি, খেলোয়াড়দের চোট এবং গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য তাদের সতেজ রাখার কথা ভাবতে হচ্ছে ইনজাগিকে।
“সূচি সমস্যা হওয়া উচিত নয়, বরং উদ্দীপকের কাজ করা উচিত। যা করছি এর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এই ছেলেরা প্রাণশক্তিতে পূর্ণ।”
“এই মুহূর্তে কিছু খেলোয়াড়কে আমরা পাচ্ছি না, এতে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চেষ্টা সীমিত হয়ে গেছে। আমরা প্রচুর ম্যাচ খেলছি। এই বছর আমরা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের শেষ ম্যাচ খেলেছি জানুয়ারির শেষ দিকে। এটা ছিল দীর্ঘ বাছাইয়ের প্রক্রিয়া।”
সাম্প্রতিক সময়ে নানা ঝামেলায় ইন্টারের ভোগান্তি বেড়েছে মিডফিল্ডার পিওতর জেলিনস্কি প্রায় দুই মাসের জন্য ছিটকে যাওয়ায়। এর মাঝেই ইতালিয়ান গণমাধ্যমে খবর এসেছে আতালান্তা ম্যাচের জন্য ফেইনুর্ডের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেস ও ডাচ ডিফেন্ডার স্টিফন দে ফ্রে।
“খেলোয়াড়দের শারীরিক অবস্থা অনুযায়ী আমি ওদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব। কারও কারও ক্লান্তির সমস্যা আছে, সেগুলো আমাদের ভাবতে হবে। মার্তিনেস ও দে ফ্রে আজ অনুশীল করেনি। তবে ওদের নিয়ে আমি চিন্তিত নই। ওদের খেলাব নাকি খেলাব না, সেটা আমি দেখব।”