স্প্যানিশ ফুটবল
হাঁটুর চোটে পড়েছেন রেয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার।
Published : 14 Aug 2024, 06:50 PM
মৌসুমের শুরুতেই বড় এক ধাক্কা খেল রেয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
উয়েফা সুপার কাপের জন্য অনুশীলনের সময় মঙ্গলবার চোট পান কামাভিঙ্গা। পরীক্ষায় তার বাম হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে বলে বুধবার বিবৃতি দিয়ে জানায় রেয়াল।
২১ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে অবশ্য কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
চোট জর্জর দল নিয়েও গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল কামাভিঙ্গার। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৬ ম্যাচ খেলেন তিনি।
আগামী রোববার রেয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির দল।
তার আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার সুপার কাপে আতালান্তার মুখোমুখি হবে রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই।