২৮ বছর বয়সেই চলে গেলেন গ্যাবনের ফরোয়ার্ড অ্যারন বুপেনজা।
Published : 16 Apr 2025, 08:21 PM
চীনে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মারা গেছেন গ্যাবনের ফরোয়ার্ড অ্যারন বুপেনজা। তার বয়স হয়েছিল ২৮ বছর।
গ্যাবনের ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে বুপেনজার মৃত্যুর খবর জানিয়েছে।
গত জানুয়ারিতে রোমানিয়ার ক্লাব র্যাপিড বুখারেস্ট থেকে চীনের ঝেজিয়াং এসসিতে যোগ দেন বুপেনজা। দলটির হয়ে দারুণ ছন্দে ছিলেন তিনি। ছয় ম্যাচে করেন চার গোল।
তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রোমানিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার ভবন থেকে পড়া দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি অন্য কিছু, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে চীনের কর্তৃপক্ষ।
ফ্রান্স, তুরস্ক, কাতার, যুক্তরাষ্ট্র ও চীনের বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন বুপেনজা। গ্যাবন জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ৩৫ ম্যাচ।