ইংলিশ ফুটবল
কোচের ওপর দোষ না চাপিয়ে খেলোয়াড়দের ভালো খেলতে হবে বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
Published : 06 Oct 2024, 07:00 PM
দলের একের পর এক বাজে পারফরম্যান্সে প্রবল চাপের মুখে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তবে কঠিন সময়ে এই ডাচ কোচের পাশে দাঁড়িয়েছেন দলটির ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। তার মতে, কোচের ওপর দোষ না চাপিয়ে দলের ফলাফলের দায় নিতে হবে খেলোয়াড়দেরই।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৯ ম্যাচের মধ্যে কেবল তিনটি জিততে পেরেছে ইউনাইটেড। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও একটা পর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল তারা। ৯১তম মিনিটে ম্যাগুইয়ারের গোলে ৩-৩ ড্র নিয়ে ফিরতে পারে ইংলিশ ক্লাবটি।
প্রিমিয়ার লিগে রোববার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে প্রতিযোগিতাটির সফলতম দল ইউনাইটেড। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিলা পার্কে এই ম্যাচে হেরে গেলে বরখাস্ত হতে পারেন টেন হাগ।
৩১ বছর বয়সী ম্যাগুইয়ার বললেন, অন্যের দিকে না তাকিয়ে দায়িত্ব নিতে হবে খেলোয়াড়দেরই।
“একজন ফুটবলার হিসেবে অন্য মানুষদের, সতীর্থদের, (কোচিং) স্টাফ বা তাদের কৌশলকে দোষ দেওয়া সহজ। খেলোয়াড়দের নিজের দিকে দৃষ্টি দিতে হবে। আমরাই মাঠে নামছি। আমাদেরই ডিফেন্ড করতে হবে। আমাদেরই দায়িত্ব নিতে হবে।”
নেশন্স লিগে আসছে দুই ম্যাচের ইংল্যান্ড দলে জায়গা পাননি ম্যাগুইয়ার। কোচ লি কার্সলির এমন সিদ্ধান্তে ‘অবাক’ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এখনও তার অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন ইংল্যান্ডের হয়ে ৬৪ ম্যাচ খেলা ডিফেন্ডার।